তৃণবেলা
ফকির ইলিয়াস
=====================================
ছেলেটি দাঁড়িয়েছিল সুর্যের মুখোমুখি। মেয়েটি বলেছিল
এসো , দুচোখে তুলে নেই ঘন সমুদ্র। রুদ্র বালুকণা,তৃণ
মিশিয়ে নির্মাণ করি সন্ধ্যা সৈকত। পথ থেকে পথে কাটায়
যারা সংগমী রাত। করাঘাত করে ভাঙাই তাদের ঘুম। নিঝুম
দ্বীপের বাসিন্দা হয়ে আমরাও বলি , মনের মানচিত্রই প্রেম।
মেয়েটি দাঁড়িয়েছিল চন্দ্রের মুখোমুখি । ছেলেটি বলেছিল
এসো , নগ্ন জোসনায় ভাসি। বিনাশী আঁধার, মগ্ন হয়ে যাই
নিতান্তই কামজ উৎসবে। রবে পড়ে আমাদেরও পদচিহ্ন। ভিন্ন
গ্রহে বিন্যস্ত এখন যারা। তারা হেঁটেছিল ঠিকই ,একই পথে।
রথে চড়ে যাপন করেছিল মাঘী পূর্ণিমা।
ছেলেটি দাঁড়ায় মেয়েটির মুখোমুখি । তারপর সমস্বরে বলে,
নামো মেঘ , বৃষ্টিতে ভিজি।
কিরণের উৎসপ্রেম , চন্দ্র ও সূর্যের পুঁজি ।
---------------------------------------------------------
মন্তব্য
আহা রোমান্টিকতা!
কিশোরবেলার প্রেম।
দারুণ লাগলো।
মনে করিয়ে দিলেন, পূর্ণেন্দু পত্রীর কথোপকথন....
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
মজা তো!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
ধন্যবাদ শোহেইল মতাহির চৌধুরী, ধন্যবাদ ফারুক হাসান ।
---- ফকির ইলিয়াস/ নিউইয়র্ক
অসাধারণ,
ছেলেটি খোঁড়ে না মাটিতে মধুর জল,
মেয়েটি ও পড়ে না নাকচাবি ....
কবিতাটির কথা মনে পড়ে গেলো।
---- ঝরাপাতা
নতুন মন্তব্য করুন