কানসাট ২০০৬
ফকির ইলিয়াস
=====================================
আলোর হিস্যা চেয়ে জেগে উঠে ভোরের কানসাট। যে জীবন আঁধারে
নিমজ্জিত থাকে, রাত শেষ হলে তারও প্রয়োজন হয় সূর্য সমষ্টির। নবীন
চোখ দিয়ে দেখা সবুজের সহজ উত্তাপ বুকে নিয়ে উঁকি দেয় মুগ্ধ গোলাপ।
জন্মঋণ শোধে যে পলিপ্রান্তর একদিন ছিল মানুষের প্রিয়ভূমি, সেই বদ্বীপ
সেজে উঠে রুদ্র-পুনর্বার। উত্তাল আনন্দে মৃত্যুঞ্জয়ী কানসাটবাসী খুলে দেয়
বক্ষ পাঁজর, রক্তের দামে আলো চাই- বেঁচে থাকার মিছিলে শ্রেষ্ঠ উপমা।
গোটা বাংলাই একদিন কানসাট ছিল। মার্চ থেকে ডিসেম্বর। একাত্তর সাল।
কাল বদলে বৃদ্ধের হাতের লাঠি, তরুণীর শাড়ির আঁচল উড়েছিল পতাকা
হয়ে, জল ও জমিনে ধ্বনিত ছিল ফিরে আসার সার্বভৌম সকল আওয়াজ।
একদিন সম্পন্ন হবেই আলোর সুষম বন্টন। কানসাট সফর করে এসে
কালের পর্যটক তুলে দেবেই তার বিশেষ প্রতিবেদন। ‘সবটুকু দু:খের
আঁধার মুছে দাও পৃথিবী, নেমে আসো চাঁদ, নেমে আসো সূর্য, একান্তই মানুষের হয়ে।’
--------------------------------------------------------
মন্তব্য
নতুন মন্তব্য করুন