জুয়েল বিন জহির
ঘাটবাঁধা নৌকোর গলুইতে বসা মাছরাঙা। কাঁচস্বচ্ছ দৃষ্টিতে চেয়ে আছে জলের পানে। কাঠফাটা রোদে এক প্রেমিকের দীর্ঘ অপেক্ষা যেন! ক্ষাণিক পরে অব্যর্থ নিশানায় ঠোটের নির্মম চুমু শিকার করা প্রাণের ঘাড়ে। উহ! বেঁচে থাকার এমন মিছেমিছি প্রণয়ে তবু ফিরি বারেবারে...।
মন্তব্য
সুন্দর হইছে!
হুম!
দোহাই লেংটা।
দারুন। আগে কি কোথাও পড়েছিলাম? প্রকাশিত কিনা!
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
না, আগে কোথাও প্রকাশিত হয়নি।
দোহাই লেংটা।
নতুন মন্তব্য করুন