এক মুঠো

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ০৫/০১/২০০৮ - ১০:১৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

চোখ খুলে তাকাও
আমি অনেক কিছূ এনেছি, তোমায় দেবো বলে,
এক চিলতে আকাশ
এক ফোটা সমুদ্র
এক বিন্দু সূর্য্য
আর
এক টুকরো পাহাড়।
কি নেবে?
কি হলো বলো, নেবে কি না?
চোখ মেলে তাকাও, আমি আরো এনেছি, শুধু তোমায় দেবো বলে,
এক পরশ ভালোবাসা
এক পলক আবেগ
এক স্পর্শ আদর।
নেবে?
কি হলো এখনো চোখ খোলনি
তবে বলো তুমি কি চাও?
ঠিক আছে, আমায় শুধু তোমাকে দাও
আর এক মুঠো জীবন নাও।
এবার চোখ খুলে তাকাও, তাকাও।।

..........................................
প্রীয়ক


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।