• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

কম্পোজিশন

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: শুক্র, ১১/০১/২০০৮ - ৭:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কম্পোজিশন
ফকির ইলিয়াস
--------------------------------
কতগুলো শব্দের খেলা। কতগুলো রেখার মানচিত্র সাজিয়ে
আমরা কিবোর্ড নিয়ে মনের সাথে মিতালী গাঁথি। জল এবং
জেলে সম্প্রদায়ের মাঝে যেমন কোনো বিবাদ থাকে না, ঠিক
তেমনি অবারিত আলো হাতে ছিটিয়ে যাই ছায়ার চিহ্নাণু।
কোথাও পড়বে কি না এই ছায়াপাত , কোথাও আঁকা হবে
কি না এসব বিক্ষিপ্ত রেখাকারু , তার কোনো তোয়াক্কা না
করেই শিখি পাতার কম্পোজিশন।

বার বার খুঁজে দেখি গ্রহচিত্তে যোজন মুগ্ধতা।এমনটি আগেও
ছিল। হয়তোবা থাকবে ভবিষ্যতেও। তারপর ও আমাদের
মতো করে সাজাবো বলে মৌলিক অনলে পুড়িয়েছি পাথর।
বিভক্ত করেছি নীরব নদী। রাতের আকরে,মুখোমুখি দাঁড়াবো
বলে বেছে নিয়েছি দুটি মেরু। দু’জনে। গুল্মরশ্মির প্রতিবেশী
অনাবাদী অগ্নি ও নৈঋতে।
======================================


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

গুল্মরশ্মি

ক্ষমা করবেন, এই শব্দটার ব্যখ্যা কেমন হবে?
গুল্ম তো উদ্ভিদের এক প্রকার এর সাথে রশ্মি(আলোক) যুক্ত হয়ে কোন ধারনা তৈরী করে?

----------------------------------------
শমন,শেকল,ডানা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ, হাসান মোরশেদ।
গুল্ম থেকে যে রশ্মি তৈরী হয় , সেটাই গুল্মরশ্মি।
অথবা , গুল্মের উপর সূর্যরশ্মি বিকিরণ ঘটিয়ে যে ''রে'' তৈরী
করে , তাও হতে পারে গুল্মরশ্মি ।
--------- ফকির ইলিয়াস

হাসান মোরশেদ এর ছবি

কৃতজ্ঞতা । শব্দটা অন্যরকম দ্যোতনা ছড়ায়
----------------------------------------
শমন,শেকল,ডানা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মুজিব মেহদী এর ছবি

জল এবং
জেলে সম্প্রদায়ের মাঝে যেমন কোনো বিবাদ থাকে না...

আমার মনে হয় বিবাদ থাকে। জল যুগপৎ জেলে সম্প্রদায়ের বন্ধু ও শত্রু। সে যেমন রাখে, তেমন মারেও। বিবাদ না থাকলে মারবে কেন?
ভালো কম্পোজিশন।
..................................................................................
শোনো, বীণা আমি বাজাইনি প্রতিবারই নিজে, এমনও হয়েছে
বীণায় রেখেছি হাত, নিজেই উঠেছে বীণা বেজে!

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

অতিথি লেখক এর ছবি

চারদিকেইতো বিবাদ। মনকে একটু দূরে রাখতেই এই ভাবনা
কি না ! থ্যাংকস , মুজিব ভাই ।
---- ফকির ইলিয়াস

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।