(১) ভোর
এই প্রহরের নীরবতা বড়ই বিচিত্র
বখনো ভুলিয়ে দিতে চায় জীবনকে
ছন্দ, উত্তাল ঢেউ, আবেগঘন ভোর
মুখবন্ধ. শুধু সুরের আহব্বান।
(২) অরণ্য
পাখিদের কলতান যেন মুগ্ধ পরিবেশ
মনের জড়তা আর নেই
শান্তি চায় মন, আর কি!
(৩) জেগে উঠা
এই প্রকৃতি এই স্তব্ধতা
মনের ব্যস্ততা, ক্ষণিকের অবসর
তোমাকে পাবার ব্যস্ততা
আবার ভালবাসবো সহসা জেগে উঠব।
(৪) কালো
বিচিত্র রং কালো
এ ভালবাসার রং নয়
দুরে ছিলাম ভালো ছিলাম
এই পৃথীবির বাস্তবতা কেন দেখলাম।
(৫) কষ্টটা
আমার অশ্রু ঝরে না
বুকতো ফাটেনা
এটুকু হাসির ঝলক
তাইতো চাপা কষ্ট।
(৬) অবসর
কষ্টগুলো আর নেই
যন্ত্রনাগুলো জেগে উঠে না
চলে গেলে পাষানীর মত
আমার কষ্ট, যন্ত্রনা
কিছুই নিলে না।
(৭) মৃত্যু
চরম সত্য এই কথা
প্রহর কেন গুনবো আমি
মৃত্যু ঘটেছে আরো আগে
পরম শান্তির প্রস্থান ঘটেছে।
মুশফিক...
মন্তব্য
নতুন মন্তব্য করুন