রক্তক্ষরন দেখা যায় না, চারিদিকে ছড়িয়ে আছে উত্তেজনা। এভাবেই চলছে বিদ্রোহের চরম রোষানল। স্থবির হয়ে যায় মানুষের পেটের চাকা,তবু দাবীর জন্য পিছনে তাকায় না।এখন সময় নয় এগিয়ে যাবার, শুধু বেচে থাকার। পর্বত প্রমান যোগ্যতার ভীড়ে কেদে ফেরে কিছু বঙ্গজ পুঙ্গব। তবুও রোদের তেজ গায়ে মাখে না, গায়ে লাগে না বেয়নেটের আঘাত। কবে কে বলেছিলো কারা যেনো জীবন দিয়েছিলো বুকে বোমা বেধে ট্যান্কের নীচে লাফিয়ে পড়ে। শরীরে তখন জীবন বলতে ছিলো না, শুধু এক বুক নিস্পেষিতের জ্বালা।
দেখা হয়নি তবে অনুভতি জাগে রন্ধ্রে রন্ধ্রে, জানি না কাল কি হবে! সম্মুখে দাড়িয়ে অস্ত্রের কনসার্ট। একটু পরেই শুরু হবে হোলিখেলা। কেউ বুঝে না বাসায় বৃদ্ধ মা কুকুরের মতো কেদে বলে, "ভাত দে!"
উতসর্গ: দরিদ্র গার্মেন্টস শ্রমিকদের
নাম: রনি রক
ইমেইল:
নিক: নিঃস্বঙ্গতার সঙ্গী
মন্তব্য
আজও নিভৃতে কাদে কিছু কান্না, থেকে যায় মুখে অবশিস্ট এক মুঠো হাসি। তবু দুঃখ: জোটে না এম মুঠো ভাত ক্ষুধার্ত প্লেটে!
পুজিবাদ এভাবেই বড় হয় শত শবদেহে পা দিয়ে, অবৈধ ভিত্তিতে গড়া মুক্তবাজার অর্থনীতি এক দিন নিশ্চিহ্ন করে দেবে কত না নিস্পাপ আকুতি!
নতুন মন্তব্য করুন