শর্তহীন দ্বিতীয় সন্ধ্যা
ফকির ইলিয়াস
=====================================
কোনো পরিকল্পিত মিলন ছিল না।আরেকটি সন্ধ্যাকে পরম
ভেবে আমরা জড়িয়েছিলাম ঋতুবতী বৃষ্টির ঘ্রাণে । কী উন্মত্ত
আঁধার এসে দিয়েছিল ডাক ! কে আছো খুলে দাও অরণ্যের
দরোজা, যারা স্বপ্নচারী - শুধুই তারাই কাছে এসো।
কাছ ঘেঁষা পাথর পেরিয়ে আমরা গিয়েছিলাম ঝরনার কাছে।
সে প্রদেশ পেরিয়ে তারপর , ক্রমশ: মেঘের উনুনে সিদ্ধ হতে
হতে নেমেছিলাম মাটির মন্দিরে।যারা এর আগে শেষ করেছিল
পুজোপর্ব, তদের হাতেই তুলে দিয়েছিলাম সন্ধ্যার দ্বিতীয়কাহিনী
-------------------------------------------------------
মন্তব্য
কী উন্মত্ত আঁধার এসে দিয়েছিল ডাক ! কে আছো খুলে দাও অরণ্যের
দরোজা, যারা স্বপ্নচারী - শুধুই তারাই কাছে এসো।
....কাব্যিক! কাব্যিক!!
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
নতুন মন্তব্য করুন