অংকের আঁধার
ফকির ইলিয়াস
======================
কখনো হিসেব মিলে। কখনো মিলে না কিছুই । শুন্য এবং এক,
এক এবং শুন্যের বিভাজন মগ্ন রেখে দেয় , রাখে জমা ও খরচের
খাতা খোলা । মুখস্থ মানসাংক গুলো পরপর সাজাই। বসাই একক
নিয়মে, গ্রহবিদ্ধ রাতের গায়ে নামাই যৌথ আঁধার। ভালোলাগে
নিমিষেই ক্ষয় হয়ে যেতে , চাঁদের আস্তিনে জমা শোক সমাবেশে।
কখনো হিসেব মিলে,
ঘুমাংকের মাত্রা বেড়ে গেলে
ক্রমশঃ বিভোর হয়ে যাই,
কখনো মিলে না কিছুই
উষ্ণতা নেমে এলে হিমাংকের নীচে
একাধিক আণবিক অনল এসে আমাকে কুড়ায়,আমিও আঁধার কুড়াই।
---------------------------------------------------------
মন্তব্য
কবিতার পাঠক আমি।
..এরকম কবিতার পোস্ট চললে ভালো হয়।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
নতুন মন্তব্য করুন