আত্মমৌসুম
ফকির ইলিয়াস
============================
বাহন হিসাবে মেঘই থেকে যায় আমাদের সহায় হয়ে
ধুসর রাত আর কৃষান ভোরের আলো ছুঁয়ে আমরা হাঁটি,
লিপিবদ্ধ বৈশাখের জমিনে সরল ঢেউরেখা|
থেকে যায় আমাদের পদছাপ,ছিল যেমন প্রপিতামহের ছায়া,
কালিক বটবৃক্ষের কাছে জমা জলকাহন,আর প্রদীপের সলতের মতো মেরুদন্ড হয়ে সবটুকু প্রবীণ সময়।
মৌন উপকূলে সজীব আত্মমৌসুম জানে আমাদের গন্তব্য
শতায়ু শব্দের সড়কে প্রজন্মের পদরেখা
রংধনু --- পুষ্পপরিনীতা,
জলে-মেঘে জীবনের বধুমুখ দেখা ।
-------------------------------------------------------
মন্তব্য
বেশ ভালো কবিতা।
মৌন উপকূলে সজীব আত্মমৌসুম জানে আমাদের গন্তব্য
শতায়ু শব্দের সড়কে প্রজন্মের পদরেখা
..বেশ প্রাণকাড়া শব্দচয়ন। সমগ্র কবিতাই ভালোলাগায় ভরা।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
নতুন মন্তব্য করুন