আবারো কেমন জানি আনন্দ সংবাদ
মিলনের ধারা অবাক করা
সেদিনের দু:খগুলো হাওয়ায় মিলিয়ে গেছে
শুকনো পাতার বেদনা হারিয়ে গেছে
আকাশের বুকে আজ কান্না নেই
কালো মেঘগুলো পথ ভুলে গেছে
সাগরের ঢেউগুলো মাতাল হয়ে ঘুমিয়ে পড়েছে
অশান্ত পরিবারটি শিশুর কান্না থামাতে ব্যস্ত
ডায়রির পাতাজুড়ে আঁকাজোকার প্রয়াস
আবারো জীবন চলছে নতুন র্ঝণা ধারায়
কিসের আভাস পেলো মন?
হোকনা নতুন করে ভালবাসার এই পালা।
অন্তোজ...
মন্তব্য
ভালোবাসা হইলো গিয়া নদীর ঢেউ এর মত। যে ঢেউ চলে গেছে, তার জন্য না তাকিয়ে যে ঢেউ আসছে, তার দিকেই নজর দেয়া উচিত। নতুন ভালোবাসা সুখের হোক।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
ধন্যবাদ। কিন্তু কতো ঢেউ ফলো আপ করবো। এই যাবত ৪টি হয়ে গেছে। তাও আমি নিরাশ নই
নতুন মন্তব্য করুন