নিজস্ব চিতাবাড়ি

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: সোম, ২১/০১/২০০৮ - ৯:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

নিজস্ব চিতাবাড়ি
ফকির ইলিয়াস
----------------------------------------------------------
চিনে নিও আমাদের নিজস্ব চিতাবাড়ি। অর্জন ও মূর্চ্ছনার গান গেয়ে যারা
পার হয় বৈধ নদীর ঢেউ ,তাদের দ্রোহসুর। অধুনালুপ্ত ছায়ার কাছে এরপর
রেখে যেয়ো নিজের ছায়া। দেখে নিও এই ছায়া একদিন জললগ্ন হয়ে ফের
প্রাণ পাবে নৃত্যনগরে। সংবৃত সাধনায় যে পাখি ডানা মেলে সাগর সন্ধানে,
তার কোনো ভয় থাকে না। হয়তো তার জয় বন্দনায় মেতে উঠবে আকাশ,
না হয় রেশমী সুতোয় বাঁধা পড়ে যাবে তার স্মৃতি !

চিত্রধ্যানে আবার খুঁজে নিও চিতাচিহ্ন। ভিন্ন বৃহস্পতির গায়ে
পাখি উড়ে গেলে তার পালক যেমন পড়ে থাকে ডানে- বায়ে।
----------------------------------------------------


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

অতিথি লেখক লিখেছেন:

নিজস্ব চিতাবাড়ি
ফকির ইলিয়াস
----------------------------------------------------------
চিনে নিও আমাদের নিজস্ব চিতাবাড়ি। অর্জন ও মূর্চ্ছনার গান গেয়ে যারা
----------------------------------------------------

চাহিনা চিনিতে মোর চিতা!!
কে চিনতে চায়??

--------------
কবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।