মাঝরাত দেহ ক্যানভাস-১
তাহাদের মাঝরাত দেহ ক্যানভাস, আকাবুকি।
কোথায় কোথায়??স্বপনের হাকালুকি!!
কত রাত ? আর কত? আর কি পারি মাখামাখি?
আমার মাঝরাত ক্যানভাস, তার বুকে আকাবুকি!!
উহাদের যৌবন, আমার মনের মরন, দেহকবি ঠাসাঠাসি,
সস্তা প্রেমের গান, কড়া লিপস্টিক,ঠোটকাটা হাসাহাসি,
আমারে ডাকে, নাকি আমি ডাকি, কত ডাকাডাকি?
দিন বুনে চলে, কষ্টেরা পাখা মেলে, পাপ রাশি রাশি।
মাঝরাতের দেহ ক্যানভাস-২
ডাকে ডাকে, আমারে উজানের বুকের মাঝে টানে,
দেড়শ টাকার ঘাম আর একশ টাকার পানে,
ওরে কেন বউ লাগে না? ও তো প্রেমিকাও না।
তবু ভাললাগে ওর চাউনি,হাসি, ওর অসবুজ যৌবণা।
আমার এক আধারের একশ টাকা,পাপ।নাকি এরে কয় প্রেম?
মাঝরাতের দেহ চাহিদার মাঝে, বুক ক্যানভাসে কাম।
কবি
উওরা,ঢাকা।
২৫ জানু, ২০০৮
মন্তব্য
পড়লাম।
..................................................................................
অপরিপক্কতা সবসময় একরোখা হয়, আর পরিপক্কতা হচ্ছে সর্বগ্রাহী
-সেলিম আল দীন
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ
নতুন মন্তব্য করুন