অফিসের কাজের চাপে এই পোস্টটার সাবমিট বাটনটা চাপা হয়নি প্রায় অনেক দিন। আর লেট করলাম না....
-----------
অফিসের কাজে গত বার জার্মানি যাওয়া হইলেও উকেন্ড না পরাতে, ক্যাসেল যাওয়া হয় নাই। এইবার তাই প্ল্যান করেই ফেল্লাম। ট্রাভেল প্ল্যান হাতে পাওয়ার সাথে সাথে বদ্দারে ফুন কইরা জানায়া দিছি।
হ্যামবার্গ সেন্ট্রাল স্টেশন থেকে আমার ট্রেন ছাড়বে সকাল ৭টায়। সকালে উঠতে হইবো এই চিন্তায় রাইতের ঘুমটা আওয়া যাওয়ার মধ্যেই ছিল। আল্লাহ পাকের অশেষ রহমতে ঠিক টাইমেই ট্রেনে উঠলাম।
একদম ঝাকিহিন আড়াই ঘন্টার একটা জার্নি। সকালের জার্মানির গ্রাম কঠিন সুন্দর। পাট নিয়া দুই একটা ছবি তুলতে গিয়া দেখি জানালার রিফ্লেকশনে ঐ পাশের গ্রামের চেয়ে আমার "একটু হেলদি" ফিগারটাই বেশি ফুইটা উটছে।
যাইহোক, ঠিক সারে ৯টায় ক্যাসেলের মাটিতে পা ফেইলা একটা সিগ ধরাইতেই দেখি বদ্দা হাতপা ছুইরা আমার দিকে আইতাছে। ব্লগের সুমন চৌধুরি আর আমগো বদ্দার ভিতর কোনোই তফাত নাই।
দুইজন মিলা চোর ধরতে ট্রামে উঠলাম। কিছুদুর আগায়া এক এশিয়ান দোকেন সামনে আইসা হাজির, চোর ভাই কথা দিয়েছেন ঐ খানেই ধরা দিবেন। পাক্কা ৭ মিনিট ৩২ সেকেন্ড পর স্কুল ব্যাগ (খালি) কাধে নিয়া চোর ভাই হাজির। ব্লগের চুরা আর ক্যাসেলের চোর ভাই একটু অন্য রকম। মানে কিন্চিত সিরিয়াস টাইপের। তবে জমাইতে পাক্কা সারে চাইর মিনিট নিল। ঐ স্কুল ব্যাগ ভরতি কইরা বাজার কইরা চোর ভাই তার বাসায় নিয়া গেল।
যাওয়ার পথে এক আজব জিনিস দেখলাম, একটা মসজিদ আর "কোপানির হাউজ" পাশাপাশি। এক ভদ্র লোক মসজিদের মালিকের কাজ থেকে অর্ধেক যায়গা কিনে নেয়। তারপর.....
চোর ভায়ের বাসায় পৌছে ঠিক হইলো সারাদিন বাসায় আড্ডা দেওয়া হবে উইত দুপুরে কাপায়া খাওয়া দাওয়া। খাবার মেনু হইলো সাদা ভাত, সর পুটির(ছোট ইলিশ সাইজের) টু ওনিয়নস আর সুগমা (সুমন ভায়ের রান্না গরুর মাংস)।
রান্না চলতে চলতে আমি, সুমন ভাই আর হিমু ভাই এক বোতল রেড ওয়াইন মাইরা দিলাম। আর একটা রাখলাম খাওয়া শেষ করে মারার জন্য।
দুপুরের খাওয়া শেষ করে আর একদফা আড্ডা শুরু হল। বাইরে ঠান্ডার চোটে আমরা প্রায় দরজা জানালা বন্ধ কইরা জোরে জোরে গেজাইতে লাগলাম।
***** চলবে
ইতি
গোপাল ভাড়ঁ
মন্তব্য
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
এই সুগমার রেসিপি কি?
পরের পর্ব জলদি নামান প্লিজ।...
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
আররে গোপু ব্যাক ।
ওয়েলকাম ব্রাদার
----------------------------------------
শমন,শেকল,ডানা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হে হে, ব্লগের চোরারে সামনা-সামনি দেইখা সবাই একটু হতাশ হয়। চোর ক্যারেক্টারের সাথে আমারে মিলাইতে গিয়াই যত সর্বোনাশ।
গোপু কাসেলে আইছিলো মাত্র কয়েক ঘন্টার জন্য, সময় এত দ্রুত পার হয়! ব্লগের গোপাল ভাঁড়ের সাথে অরিজিনাল গোপালেরও মনে হয় তেমন মিল নাই। এত বিশাল একটা শরীর নিয়া এত ভদ্র মানুষ হয় কেমনে!
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
"কোপানির হাউজ" কী? @গোপুদা
আবার লিখবো হয়তো কোন দিন
কোপানির হাউজ কি হিমু ভাইরে জিগান।
হিমুরে জিগাইতে হবে কেন?
কি মাঝি? ডরাইলা?
এইটা সরমের কথা, আমি কইতে পারুম না। হিমু ভাই কই? বাঁচান মিয়া।
মনে হয় বানান ভুল করছে।
ঐটা কোপানী না, কোম্পানী হাউজ।
টাইপিং এরর।
হেহেহে...........কোপানির হাউজ............এলমাও
নতুন মন্তব্য করুন