শিল্পী যেমন করে লিখে নিজ নাম

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: বুধ, ৩০/০১/২০০৮ - ৯:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

ফকির ইলিয়াস
শিল্পী যেমন করে লিখে নিজ নাম
--------------------------

পরাজিত হবার সুখ বুকে নিয়ে জাগে কুয়াশা| মেঘে মেঘে দেয়া হলে বৃষ্টিও বাড়ায় বিস্তার| ফতুর ফাল্গুন এসে কড়া নাড়ে প্রেমের দুয়ারে| কে যাবে কুড়াতে কুসুম! কে তুলবে শুদ্ধ কৃষ্ণচুড়া! পলাশের পরাগ ছুঁয়ে যে নদী একা ভেসে যায়- সে নদীতে কোন মাঝি দেবে দ্বৈত বৈঠার টান| উজান পদ্যখামারে গ্রহমনের মিশ্র বুননে| কিংবা চাদবৃত সুরের জমিনে, ফলিয়ে ফসল পরখ করে নেবে দ্রষ্টব্যের ধাতব সমগ্র| ভাস্কর্যের পটভুমি তৈরি হয়ে গেলে শিল্পী যেমন করে লেখে নিজ নাম| অমরতার অঙ্গীকারে পাশাপাশি দাঁড়াবার প্রত্যয়ে এক মুঠো পুষ্প চন্দন এ মাটিতে মিশিয়ে দিলাম|


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।