খেয়াকথা

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: শনি, ০২/০২/২০০৮ - ১০:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ফকির ইলিয়াস
খেয়াকথা
-------------------------------------------
ক.
কাছে ঘেঁষার কৃতিত্বটুকু একক তোমারই থাক
যাক, নদী বয়ে প্রথম উজানে
এইসব খেয়াকথা তার চেয়ে ভালো
বলো আর কে জানে!

খ.
বীজগুলো অঙ্কুরিত হচ্ছে
অতএব বাড়ছে খামার
বুননের সম্মত ভ্রমণে
প্রেম-ই তো প্রাণ­ শূন্যতার!

গ.
কেঁপে ওঠো রোদ, ছায়া হও বৃষ্টি
দৃষ্টির স্বদেশ
তোমাকেই খুঁজছে সন্তান
সৌরগ্রহে আলোর প্রবেশ!

ঘ.
নিয়মই নিয়তি নয়, জ্যামিতির নিরঙ্কুশ রেখা
তবুও বিলাসী মন শস্যস্মৃতি খোঁজে
খেয়ানৌকো বায়
টানে দাঁড়, যদি হয় রাধার সঙ্গে অলৌকিক দেখা!


মন্তব্য

কনফুসিয়াস এর ছবি

চমৎকার লাগলো, সবগুলোই।
-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

নিঘাত তিথি এর ছবি

ভালো লাগলো।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

অতিথি লেখক এর ছবি

বিনীত ধন্যবাদ।
--ফকির ইলিয়াস

কনফুসিয়াস এর ছবি

ফকির ইলিয়াস-
আপনি এখন থেকে নিজ নামে লগ ইন করতে পারবেন।
হ্যাপি ব্লগিং।
-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।