চলতি কথন
- খেকশিয়াল
উদোর পিন্ডি বুধোয় মারে
চটকে দিয়ে শেয়ার ছাড়ে
কিলবিলিয়ে কিনছে সবাই
বুঝছে ঠেলা হাড়ে হাড়ে
কোর্ট-কাচারী অফিস পাড়া
লানচ্-ব্রেকে ঝাল সিঙ্গাড়া
সুপারিশের ভাগ্নেগুলি
গুনছে নগদ তাড়া-তাড়া
পলিথিনের প্রাসাদগুলি
ফুটপাথে মা, পিচ্চি ফুলি
আমরা যত নগর-বলদ
চরছি পড়ে বজ্র-ঠুলি
চালের কেজির দামটি বাড়ে
উপদুষ্টরা কালটি মারে
তবুও চালের দামটি বাড়ে
রিক্সাওয়ালা সিকনি ঝাড়ে
রাক্ষুসী এক ঘূর্ণি এলো
হাজার লোকের দিন ফুরোলো
মরছিল সব ধুঁকে ধুঁকেই
সিডর শুধু লাশ কুড়ালো
নবীন প্রবীণ রাজাকারে
জমায়েতে জামাত বাড়ে
জামাই আদর ভাই-বেরাদর
একশো মাথা একটা ঘাড়ে
পথটা হারাই পথের গুঁতোয়
গিট্টু পড়ে মনের সুতোয়
দেশটা আমার খুঁড়িয়ে চলে
আমার সাথে ছেঁড়া জুতোয় ।
মন্তব্য
নতুন মন্তব্য করুন