স্থানঃ শুন্য
পাত্র-পাত্রীঃ ঈশ্বর,আমরা
ঈশ্বরঃ আব্রাকাডাব্রা!
[ আমাদের প্রবেশ...]
আমরাঃ বাহ! কিন্তু কেমনে কি?!
[ গায়েবী কন্ঠে ঈশ্বর ]
ঈশ্বরঃ বাজে প্রশ্ন!
১মঃ কথা কয় কে?
২য়ঃ মনের ভুল!
৩য়ঃ না না! এত ঈশ্বর!
২য়ঃ পূর্ব-পরিচিত?
৩য়ঃ না মানে...ইয়ে...
ঈশ্বরঃ ধুত! গাধার দল!
[বিরক্ত হয়ে ঈশ্বর এর প্রবেশ, বুক টানটান করে...]
ঈশ্বরঃ আমিই ঈশ্বর!
৩য়ঃ ওইযে তিনি! ওইযে!
২য়ঃ কই কিসু দেখি না কেন্ ?
১মঃ দেখার ইচ্ছা না থাকলে দেখবি নাতো।
২য়ঃ তুই দেখস?
১মঃ ঠিক বুঝতেসি না, মনে হয়... দেখি।
২য়ঃ চুল দেখস! যা ৩ নম্বর ছাগলটার লগে লাফা!
৩য়ঃ আই অবজেক্ট!
২য়ঃ হুত্তোর!
[ ঈশ্বর রাগে দিশেহারা...]
ঈশ্বরঃ ওই শালা দুই নম্বর! আমাকে দেখিস না?
[ পিনপতন নীরবতা , ১ম ও ৩য়, ২য়-র দিকে তাকিয়ে থাকে]
[মুচকি হেসে ২য়...]
২য়ঃ ভারসাম্য!
------------যবনিকা----------------------
মন্তব্য
ধন্যবাদ অরূপ,
আবারো নাম দিতে ভুইলা গেসি হুরো!
- খেকশিয়াল
জাঝা
মারদাঙ্গা লিখলেন খেকশিয়াল।
আশা করছি খুব শীঘ্রই আপনার সচল হওয়ার প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
----------------------------------------------------------
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
ধন্যবাদ সবজান্তা
দুর্দান্ত পছন্দ হয়েছে!!
নতুন মন্তব্য করুন