ছড়া

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ২৮/০২/২০০৮ - ৩:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.
চাওয়ার আগে দিলে যখন
মন-দেহ;
তোমায় আমি করবোনা ক্যান
সন্দেহ !
২.
টকটকে লাল অক্ষরে
"একটু ভালোবাসা দিও "
লেইখাছিলা সখ করে;
"ভালো বাসা" খূঁজতে গিয়া
মইরা গেলাম অক্করে !!


মন্তব্য

দ্রোহী এর ছবি

১ নম্বরটা পুরা কোপানী হইছে।


কি মাঝি? ডরাইলা?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।