• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

ছড়া-২

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ২৯/০২/২০০৮ - ১০:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.
লোডশেডিং- এর সুযোগ নিয়ে
করে আমায় "কিস" তাড়িত;
বললে - "এটা হেড লাইন, স্যার
আগামীকাল বিস্তারিত!
২.
ছেলেটার কী দারুণ ভাগ্য;
মেয়েটার নিদারুণ ভাগ্য!

ছেলে' তার ভাগ্যটা
করে নিল এক্সচেঞ্জ;

মেয়েটার কী দারুণ ভাগ্য;
ছেলেটার নিদারুণ ভাগ্য!

মেয়ে বলে মৃদু হেসে-
বোকাদের দেখ্ চেঞ্জ!


মন্তব্য

রাতুল এর ছবি

মাথার ঊপরে দিয়া গেলো !!

সুমন চৌধুরী এর ছবি

মতলবের সাথে একমত।
দ্বিতীয় কিস্তিতে ছন্দে খানিক ঝামেলা আছে।



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

ঘোড়সওয়ার এর ছবি

প্রথমটা ভালোই ছিলো
দ্বিতীয়টায় গড়বড়
(ছন্দগুলো) প্রথমটাতে পোক্ত ছিলো
দ্বিতীয়টায় নড়বড়।

রাতুল এর ছবি

১ কে এভাবে বললে কেমন হয়?

লোডশেডিং- এর সুযোগ নিয়ে
করে দিলাম কিস,
একটু হলেই ভয়ের চোটে
ঠোট টা হোতো মিস।

রায়হান আবীর এর ছবি

হুজুর এইটা আপনি কি করলেন?
করছেন যখন তখন দেখেন তো দ্বিতীয় প্যারাটা নিয়ে কিছু করা যায় কিনা?
---------------------------------
এসো খেলি নতুন এক খেলা
দু'দলের হেরে যাবার প্রতিযোগিতা...

শেখ জলিল এর ছবি

ভালোই তো। ...প্রথমটা দারুণ। দ্বিতীয়টা আর একটু ঘষামাজা প্রয়োজন।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

অছ্যুৎ বলাই এর ছবি

বুঝলাম, আরেক সুযোগসন্ধানী টীচারের আগমন। :)
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

হিমু এর ছবি

কন্টিনিউয়েশন ...

কিন্তু পচা টীচার আমি
পরের পাতায় যাই যে চলে
কারেন্ট এলে যায় যে দেখা
ছাত্রী বসা আমার কোলে!

হায়, বালিকার মা জননী
আসেন তেড়ে ষাঁড়ের মতো
তাই তো বলি, লোডশেডিঙে
ভরসা নেই আর আগের মতো।


হাঁটুপানির জলদস্যু

রায়হান আবীর এর ছবি

আস্তাফিরুল্লাহ...তয় ভালা হইছে।
---------------------------------
এসো খেলি নতুন এক খেলা
দু'দলের হেরে যাবার প্রতিযোগিতা...

অতিথি লেখক এর ছবি

এই পচা টিচার আর কেউ না, আমাদের হিমু ভাই!

ফেরারী ফেরদৌস

রাতুল এর ছবি

নেই ভরসা লোডশেডিঙে
নেই ভরসা আর,
চলো দেখি সিনেপ্লেক্সে
"সাথী তুমি কার?"

ছাত্রী আমার বেজায় পাজি
বলে "এক শর্তে রাজি"

দশ মিনিটের লোডশেডিঙে
হয়নি শেখা কাল!!
তিন ঘন্টার সিনেপ্লেক্সে
হবে প্রাকটিকাল!!!!

রায়হান আবীর এর ছবি

তালিয়া, তালিয়া।
---------------------------------
এসো খেলি নতুন এক খেলা
দু'দলের হেরে যাবার প্রতিযোগিতা...

অতিথি লেখক এর ছবি

রাতুলের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লেখা ।

ফেরারী ফেরদৌস

টিটো রহমান এর ছবি

@হাঁটুপানির জলদস্যু

হা হা
মজা

স্বপ্নাহত এর ছবি

ছড়া আর ছড়া কমেন্টস দুইটাই সেরম হইসে।

এক নাম্বার টা ঝাক্কাস।
দুই নাম্বারটা বুঝতে গিয়া,
নিজেরে কই আক্কাস।

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
বুকের মধ্যে আস্ত একটা নদী নিয়ে ঘুরি

---------------------------------

বাঁইচ্যা আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।