১৯৭১

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ০৩/০৩/২০০৮ - ১২:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এক,নয়,সাত,এক
এসেছিল রাত এক
মার্চে;
পাক-পশুদের হাতে
খুন হয় সেই রাতে
কতো লোক রাস্তায়
মসজিদে, চার্চ-এ !

এক,নয়,সাত,এক
হয়ে সব হাত এক
লড়ে যায় প্রাণপণ
স্বাধীনতা আনতে;
লক্ষ প্রাণের দামে
লাল-সবুজের খামে
স্বাধীনতা আসে -এই
ইতিহাস জানতে?


মন্তব্য

ঝরাপাতা এর ছবি

বাহ বাহ!!


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

স্বপ্নাহত এর ছবি

ছড়াটা চরম লাগসে।

অতিথিটার নাম জানলে প্রশংসা করে আরেকটু তৃপ্তি পেতাম...

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
বুকের মধ্যে আস্ত একটা নদী নিয়ে ঘুরি

---------------------------------

বাঁইচ্যা আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।