পৃথিবীর তাবৎ জোছনা জ্বলতেছে
অনেকগুলি ভালোর মাঝে কয়েকটা খারাপ থাকাটা যেমন
অপরিহার্য তেমন তোমার স্মিতহাস্য
হঠাৎ রোদ্র হ্রাস পেতে পেতে থেমে যায়
ছায়ার ঘনত্বে
তবুও আয়ত কাজল রেখায় সমাসীন
পৃথিবীর তাবৎ জোছনা
জ্বলতেছে আগুন হয়ে
রাত্রি
ঠিক তেমন
সাদার মাঝে এক ফোটা থাকাটা অনেক ভালো
নিজের আটপৌরে শাড়ীটার আঁচলে
কড়কড়ে নতুন নোটের গন্ধ
উড়ে বেড়াতে
বেড়াতে নিশী রাতে আলো-আঁধারি
ঘনো হয়ে আসে প্রশ্বাসে নির্জন টেবিল ল্যাম্প
-হলুদাভ হয়ে যায় সফেদ জোছনা রাত....
: মাছরাঙ্গা :
মন্তব্য
নতুন মন্তব্য করুন