কোন নিষেধাজ্ঞা নাই

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ০৫/০৩/২০০৮ - ৪:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

গল্প কবিতা আমার মনে থাকে কম। ছাত্রজীবনে মুখস্থ বিদ্যার প্রতেযোগিতায় তাই আমার পরাজয় ছিল অবধারিত। কারন অনেক কষ্ট করে নোট মুখস্থ করে যেতাম কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিছুই মনে থাকতোনা। অবস্থার খুব একটা পরবির্তন হয়নি বলেই মনে হচ্ছে। না হলে দেশ উদ্ধারক মইনুল হোসেন যে হুমকি দিয়ে বলেছিলেন যে দেশে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে তা আমি ভুলে যাই কেন। কেন ভুলক্রমে বলে বসি গণতন্ত্র চাই... আমার কথা বলার অধিকার চাই। টিভিতে নিয়ন্ত্রতি টক শো দেখে বরং আমারও গদগদ হয়ে বলা উচিত এই তো বেশ গণতন্ত্র....এই তো দেশপ্রেম।
সংবিধানে ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচনের কথা বলা হয়েছে তাতে কি ... প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে । কারন দুষ্ট রাজনীতিকরা তো সব শেষ করে দিয়েছে। ওদের দিয়ে হবেনা। ওদের বাদ দিয়ে এমন গণতন্ত্র আনতে হবে যেখানে চালের কেজি ১০০ টাকা হলেও কেউ কোন কথা বলতে পারবেনা........... মুখ কচ টেপ বেধে দিয়ে সরকারী প্রজ্ঞাপন বলবে -কথা বলার উপর কোন নিষেধাজ্ঞা নাই।

রাকিব হাসনাত সুমন
ঢাকা।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।