বিকাল

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০৭/০৩/২০০৮ - ৮:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:

বিকাল
--------------------
রাতুল

সারদিনের দহন শেষে সূর্য যখন হেলে
আলোয় থাকা মানুষ তাকে বিকাল হওয়া বলে।

বিকাল বেলা হরেক রকম হরেক মজা তার,
শত দেশের কোটি মানুষ করছে বিকাল পার।

একেক মানুষ বিকাল কাটায় একেক রকম করে
বয়স ভেদে কারো বিকাল “সকাল আসার তরে”।

একটা সময় বিকাল ছিলো গোল্লাছুটের মাঝে
হুড়োহুড়ির বিকাল মিশত কাদামাখা সাঝে।

এমনি করে অনেক বিকাল পার করে একদিন
জড়িয়ে নিয়ে সেই মুখটার ভালবাসার ঋণ।

অনেক খানি সাহস নিয়েই সেই বিকালের শেষে
“ভালোবাসি” বলেই দিলাম ঊঠছিলো সে হেসে

সেই বিকালের মধুর স্মৃতি “আমার সেরা বিকাল”
এত ভাবি তাই মনে হয় “এইতো ঘটা সেকাল”।

আমার হাতে হাতটি রেখে চোখজুড়ানো মেয়ে
বলেছিলো সারাজীবন কাটবে তোমায় চেয়ে!!

সেই ভাবে সেই বিকাল আমার আর ফেরেনি হায়
সেই সুদিনের সুখের স্বপন কষ্ট দিয়ে যায়।

আমার কথা? সে আর তোমায় কিইবা বলে লাভ
পারবে কি ফিরিয়ে দিতে “সেই বিকালের খাব(স্বপ্ন)?”

আমার বিকাল পার হওয়াটা সেই নিবেছে কবে,
এখন শুধু প্রহর গুনি “মৃত্যু কখন হবে?”

(আজ বিকাল ৬ টা ১৮মিনিট, মার্চ ০৭,২০০৮)


মন্তব্য

রায়হান আবীর এর ছবি

আমার বিকাল পার হওয়াটা সেই নিবেছে কবে,
এখন শুধু প্রহর গুনি “মৃত্যু কখন হবে?”

ক্যেরে ভাই, কি দু:খ...
---------------------------------
এসো খেলি নতুন এক খেলা
দু'দলের হেরে যাবার প্রতিযোগিতা...

অতিথি লেখক এর ছবি

একা একা "বিকাল না কাটার দু:খ"

রায়হান আবীর এর ছবি

আরে আগে বলবেন না...কালকে বিকালে আমাদের ফোন দিয়েন...বড় ভাইয়ের জন্য এইটুকু করার দায়িত্ব তো আমার আছেই নাকি... দেঁতো হাসি

---------------------------------
এসো খেলি নতুন এক খেলা
দু'দলের হেরে যাবার প্রতিযোগিতা...

অতিথি লেখক এর ছবি

আবার জিগায়?

পরিবর্তনশীল এর ছবি

বস... অসাধারণ হইছে।
এখন থেকে আরো বেশি বেশি না লিখলে
খবর আছে!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতিথি লেখক এর ছবি

কবিতা প্রথম পাতায় এসে পাঠক অসাধারন বলছে। কবি/লেখকের কেমন ভাল লাগে বুঝতেই পারো।
অশেষ ধন্যবাদ।

জাহিদ হোসেন এর ছবি

আশা করি তাড়াতাড়ি বিকেল বেলার ক্ষণে
'কনে দেখা আলো'র মাঝে আসবে তোমার কনে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

অতিথি লেখক এর ছবি

হয় যদি সেই বিকেল দেখা কনের সাথে বিয়ে
শুরু হবে গোনা প্রহর ভালবাসা দিয়ে
-----------------------------------
রাতুল

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

রাতুল মামা, তোর আসলেই বিয়া করার টাইম আসছে হো হো হো

ক‌বিতা ভাল ‌হ‌ইছে, মাঝে মাঝে ছাড়িস দুয়েকটা ...

................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

রায়হান আবীর এর ছবি

হ, রাতুল ভাই বিয়া করুক; আর সাথে সাথে আপনি আমার মন খারাপ এই টাইপের ব্লগ দেন। দেঁতো হাসি
---------------------------------
এসো খেলি নতুন এক খেলা
দু'দলের হেরে যাবার প্রতিযোগিতা...

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

দিলা তো মিয়া পচায়া হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

জাহিদ হোসেন এর ছবি

যদি মানে? হতেই হবে কনে পেলে বিয়ে
আসবে কেন শুধু শুধু বিকেলে সেই মেয়ে
তৈরী তুমি দেনমোহর আর শাড়ী-গয়না নিয়ে
এই খবরটি পয়লা দিও কনেকে জানিয়ে।
আরো আছে ডেকচি ভরা ফখরুর বিরিয়ানী
হানিমুনের টিকিট হাতে স্বামী নামক প্রাণী
জানিয়ে দিও আছে তোমার চকচকে এক 'হামার'
এসব দেখে বলবে কনে, "ওগো তুমি আমার"।
কনেরা কি আর এমনি আসে? গুণীজনে কয়
কায়দামতো ডাকলে পরেই কনেরা বৌ হয়।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

রাতুল এর ছবি

শাড়ী-গয়না দেনমোহরে এক বিকালে এক দিন
হয়ে গেলো কবুল বলা সাথে ব্যাংকে ঋণ।

অবশেষে কনে যখন বৌটি হয়ে গেলো
ভাবি আমি এই বুঝি মোর দূখ অবসান হলো।

হানিমুনে কন্ঠ তাহার একটু ছিলো নরম
ফিরে এসেই প্রকাশ পেলো সত্যিকারের গরম।

ভেবেছিলাম সুখের বিকাল ফিরল বুঝি আজ
এখন দেখি সবই ধোকা "বিয়ে বোকার কাজ"।

জাহিদ হোসেন এর ছবি

আরে-আরে-থামলে কেন? পেলে এত ভয়
হানিমুনের পরের দিনেই বিয়েটা নয়-ছয়?
বিয়ে হোল অম্ল-মধুর, মেঘে ঢাকা চাঁদ
থাকবে মিলন, হাসিকান্না, রাগী প্রতিবাদ
বেঁচে থাকাও মাঝে মাঝে কষ্ট মনে হয়
তাই বলে কি ভুলে যাবো মহান সূর্য্যোদয়?
এর জন্যেই পয়লা রাতে তলোয়ারের কোপে
বেড়ালটাকে মারতে হবে বাসরঘরের খোপে
বৌয়ের গরম নরম হবে চোখের পলকেই
সুখের বিকাল পড়বে বাঁধা তাহার আঁচলেই।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

অতিথি লেখক এর ছবি

থামবো কেন মাঝপথেতে ভয়টা কিসের আর?
বিয়ে যখন হয়েই গেছে মানব নাকো হার।

বাসর রাতে বিড়াল মেরেও হয়নি কোনো লাভ,
মেয়েতো নয়,এখন দেখি রুদ্রমুখী বাঘ।

দিনটা কাটে ভয়ে ভয়ে,রাতটা ভয়ংকর
আদর সে তো দুরের কথা বউটা এখন পর।

---------------------------
রাতুল

জাহিদ হোসেন এর ছবি

বেড়াল মেরেও কাজ হয়নি? তাইলে সর্বনাশ
বৌকে রাখো বাপের বাড়ি বছরে দশমাস
যে দুটো মাস থাকতে আসবে তোমার আশেপাশে
স্কয়ারেতে থাকবে তুমি রুগীর ছদ্মবেশে
এছাড়া আর কোন বুদ্ধি দেবার নেই আমার
বিয়ে করেও বৌয়ের ভয়ে 'ম্যারেড ব্যাচেলর'।

পুনঃ-এবারে বোধহয় ক্ষ্যামা দেওয়া উচিত্ ।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

রায়হান আবীর এর ছবি

কবিতা বড় মধুর হইছে, মন্তব্যও তাই
আসেন সবাই এইটারে চাপাইতে চাপাইতে অনেক দূর নিয়া যাই...

অতিথি লেখক এর ছবি

মূল কবিতার দুঃখ দুঃখ ভাবের সাথে এটা যায়নি যদিও, কিন্তু এটাও ভারি সুন্দর লেগেছে।

ফেরারী ফেরদৌস

শিক্ষানবিস এর ছবি

চরম হইছে বস। চালায়া যান। আর মৃত্যুর চিন্তাটা একটু কম কইরেন। চিন্তা কইরা কি লাভ। মরতে তো হবেই।

---------------------------------
মুহাম্মদ

স্বপ্নাহত এর ছবি

শেষ বিকেলের মেয়ে ওগো আসবে তুমি কবে
রাতুল ভাইয়ের বিয়ের ফুলটা ফুটছে আজো টবে
যে দেশেতেই থাকো করি দৃষ্‌টি আকর্ষণ
রাতুল বসের হাতে করো হাতটা সমর্পণ।
আমরা অধম বলছি তোমায় সব জুনিয়র পোলা
পোলা তো নয় সে যে আগুনেরই গোলা দেঁতো হাসি

(বস,বিয়ের টাইমে আই ইউ টির আমাগো খবর না দিলে কিন্তু খবর আছে চোখ টিপি )

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
বুকের মধ্যে আস্ত একটা নদী নিয়ে ঘুরি

---------------------------------

বাঁইচ্যা আছি

অতিথি লেখক এর ছবি

রাতুল, আমি কিন্তু তোমার কলেজ থেকে বন্ধু। আমকে বিয়েতে দাওয়াত না দিলে কিন্তু আমার সব সুন্দরী বান্ধবীদের তোমার প্রাক্তন প্রেমিকা সাজিয়ে তোমার বিয়ে ভন্ডুল করে দিবো। হেহেহেহে।

ফেরারী ফেরদৌস

অতিথি লেখক এর ছবি

ফুটি ফুটি করছে করেও ফুটছে নাকো ফুল,
দাওয়াত দিতে সব্বাইকে হবে নাকো ভূল।

অতিথি লেখক এর ছবি

ভুল করে আজ চলেই এলুম কবিদের সব মাঝে
মূর্খ আমি ছন্দ করা আমার কি তাই সাজে।
তবুও আমার কষ্ট করে ছোট্ট এই কাজ করা
অসাধারণ রাতুল ভাইয়ের বিকেল নিয়ে ছড়া।
(যদিও কবিতা ছিল)
****উলুম্বুশ***

রায়হান আবীর এর ছবি

আসলাম, দেখলাম আপনাদের সবার কাব্য মেধা
পারলাম না, কারণ আমি একটা গাধা...

ঠ্যাঙ্কু...

অতিথি লেখক এর ছবি

আহারে.............।
তয় ভাইজান... কবিতাটা জব্বর হইছে।

রাকিব হাসনাত সুমন

অতিথি লেখক এর ছবি

এই বাজারে কবিতো নয় পাঠক বড়ই কম
নাম কবিতার শুনলেই পড়েই পাঠক ছাড়ে দম।

সবাই করে চ্যাট রুমেতে হাজার ঘন্টা পার
কবিতা নয় পড়তে রাজি, আবৃত্তি তো ছাড়।

কবি আর কবিতা তো আগের যুগের কথা
"ফেইসবুকটা অনেক ভালো চলে যথাতথা।"

যুগের তাকিদ এসব কিছু ভেবে কিইবা হবে?
রবীন্দ্র আর নজরুলেরা কালে মিশে যাবে।

--------------------------------------
রাতুল

অতিথি লেখক এর ছবি

ছরোম লাইক্সে....
নিচেরটা আপ্নের জইন্যে

"চল চল চল,
রাতুল ভাই বস।"
(অমিত্রাক্ষর ছন্দ)

ধন্যবাদ...
ঢিঁচ্চু

--------
কুচ্ছিত হাঁসের ছানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।