বঙ্গবন্ধু তাঁর ৭ মার্চের ভাষনের কয়েকটি লাইন ছিলো এমন = "আমার দাবী মানতে হবে। প্রথম, সামরিক আইন- মার্শাল ল’ উইথড্র করতে হবে। সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত নিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। "
রেসকোর্স ময়দানে বাংলার স্বাধীনতার ঐতিহাসিক ডাক দেয়ার সময় কি তাহলে বঙ্গবন্ধুর কি মনে হয়েছিলো যে তাঁর নিদের্শনা শুধু স্বাধীনতা অর্জনের জন্যই নয় বরং অপরিহার্য হবে স্বাধীন বাংলাদেশের জন্যও ? নাহলে উপরে উল্লেখিত অংশের শেষ লাইনটি দেখুন। স্বাধীনতার ৩৭ বছর পরও কি করে তাঁর কন্ঠস্বর গণতন্ত্র, দেশপ্রেম ও দেশের জন্য এতটা বাস্তবিক হয়ে উঠে.. হয়তো কালজয়ী ওই ভাষনটিই তার প্রমাণ।
রাকিব হাসনাত সুমন
মন্তব্য
খুবই সময়োপযোগী পর্যবেক্ষণ।
তবে,
শুধু শেষ লাইন কেন, উদ্ধৃত পুরো বক্তব্যটাই তো আমাদের বর্তমানের দাবি!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?
সন্নাসী @ একমত
রাকিব হাসনাত সুমন , সচলায়তনে আপনাকে স্বাগতম । আশা করছি নিয়দিত লিখবেন আর নিয়মিত লিখলে খুব দ্রুতই সচলায়তন আপনাকে সচল করে নেবে ।
..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...
রাহা @ নিয়মিত লিখবো কি করে .... লিখতে বসলে তো কিছুই মাথায় আসেনা।
আরে সুমন যে!
সচলে আপনাকে দেখে খুব ভালো লাগছে। নিয়মিত লিখবেন প্লিজ। ...
আশাকরি 'ফট' শব্দটি শিগগিরই শুনতে পাবেন। ;)
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
অরূপ এবং বিপ্লব ভাই @ ধন্যবাদ।
ফট -শব্দটি শোনার অপেক্ষাতেই আছি।
রাকিব হাসনাত সুমনঃ
সচলায়তনে আপনার লেখা আরো আগেই প্রত্যাশা করেছিলাম । হোক দেরী,তবু যায়নি সময় । আরো লিখুন,সচল থাকুন ।
----------------------------------------
শমন,শেকল,ডানা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
নতুন মন্তব্য করুন