কবিতার পোকা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১১/০৩/২০০৮ - ১:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কবিতার পোকা
-----রাতুল
[শেখ জলিল ভাই এর লেখার শুরুটা পড়ে এ কবিতাটা লেখার চিন্তাটা মাথায় এসেছে]

কাব্য পোকা এমন জিনিস যখন যারে ধরে,
ভাবের সাগর ঊথলিয়া যায়,কলম নাহি সরে।

ছন্দে আমার কথা বলা ছন্দ আমার ভাষা,
কাব্যে প্রকাশ ব্যকুলতা, কাব্য করেই হাসা।

কাব্যপ্রীতি সব মানুষের আছে সকল যুগে
কেঊবা লেখে ডায়রী পাতায় কেউবা আবার ব্লগে।

শেখ জলিলের কাব্যপ্রীতির সময় এখন শেষ
রাতুল মিয়ার মাথায় এখন কাব্য পোকার দেশ।

কাব্য এখন লিখতে লাগে “জাস্ট এ লিটল বিট”
গদ্য ধারার কাব্য করে দারুন রকম হিট!!

এই বাজারে কবিতো নয় পাঠক বড়ই কম
নাম কবিতার শুনলেই পড়েই পাঠক ছাড়ে দম।

সবাই করে চ্যাট রুমেতে হাজার ঘন্টা পার
কবিতা নয় পড়তে রাজি, আবৃত্তি তো ছাড়।

কবি আর কবিতা তো আগের যুগের কথা
"ফেইসবুকটা অনেক ভালো চলে যথাতথা।"

কাব্যপ্রীতি বলে মোদের “কবে মানুষ হবি?”
জন্ম ঘটুক লাখ কোটি বাংলা সাইবার কবি।


মন্তব্য

পরিবর্তনশীল এর ছবি

দারুণ হইছে...বস
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ।
-----
রাতুল

রাশেদ এর ছবি

শেখ জলিলের কাব্যপ্রীতির সময় এখন শেষ
রাতুল মিয়ার মাথায় এখন কাব্য পোকার দেশ।
???????????????????????????
???????????????????????????

অতিথি লেখক এর ছবি

"শেখ জলিলের কাব্যপ্রীতির সময় এখন শেষ
রাতুল মিয়ার মাথায় এখন কাব্য পোকার দেশ।"

এই দু'টি লাইনের মর্মার্থ বুঝলামনা। আপনি নিজেই যখন লেখাটি ছাড়লেন কাব্যপ্রেমিক রূপে, তখন আপনিই বলুন, কব্যপ্রীতির সময় কি কখনও শেষ হওয়া সম্ভব?

আজমীর

রাতুল এর ছবি

আশির দশকে কবিতার পোকা যখন মাথায় কামরায় কবিবন্ধু দেলোয়ার হোসেন হীরা তখন আমার সহপাঠক। রাতদিন কবিতা পড়ি, সময়ে অসময়ে পড়ি। পত্রপত্রিকায় পড়ি, লিটল ম্যাগাজিনে পড়ি, হাতের কাছে বই পেলেই পড়ি। দেলোয়ার হোসেন হীরার বাড়ি ঝালকাঠিতে। ও কবি আবুল হাসান-এর ভক্ত। ওর কাছ থেকে প্রিয় কবির বই নিয়ে পড়ি। আমিও ভক্ত হয়ে যাই কবি আবুল হাসান-এর। মোদ্দা কথা সেদিনগুলো হয়ে যায় আবুল হাসানীয়।

আসলে যেটা বলতে চেয়েছি তা হলো "কাব্যপ্রীতি আমার মত সাধারণ লেখক/পাঠকদের সব সময়ে ধরে না। প্রত্যকের জীবনেই এমন আবুল হাসানীয় সময় আসে,আবার চলেও যায়।"
তখন কবিতা পড়া হয়তো থেমে থাকে না, কিন্তু কবিতা নিয়ে ভাবা কিংবা,দুচার লাইন লেখা আর হয়ে ঊঠে না।

রায়হান আবীর এর ছবি

---------------------------------
এসো খেলি নতুন এক খেলা
দু'দলের হেরে যাবার প্রতিযোগিতা...

অতিথি লেখক এর ছবি

আমাকে আসলে কবিতার পোকায় ধরেছে, তাও কম সময় গেলো না। বছর দশেক হবে। একটু বিস্তারিতই লিখি, ভার্সিটির প্রথম বর্ষ। ডাক্তারি পড়ার চাপে পিষ্ট তাও প্রচুর গল্পের বই পড়ি। তাই দেখে এক বড়ো আপু বললো, "তুমি কবিতার বই পড়ো তো?" আমি মাথা চলকাতে চুলকাতে, "ইয়ে, হেঁ হেঁ, না মানে..." বলে সটকে পড়লেও পরে মাথায় ঢুকে গেল কথাটা, তাই তো, এত্ত এত্ত বই পড়লাম জীবনে। কবিতা পড়া হলো না। সেই শুরু। শেষ নাই। কবিতা এখন বুকের মধ্যে হার্ট এ আলাদা পার্ট করে ভরে রেখেছি। কবিতার পোকার জয় হউক।

অন্তরা রহমান

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।