দাবানল

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১১/০৩/২০০৮ - ১১:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রথমে
দু’জন মানুষ
তৃতীয় নয়ন এবংএকটি উপত্যকায় দাবানল শুরু।

তৃণেরা জ্বলতে থাকে
মাটি জ্বলে
পৃথিবীও।

দুটি মানুষ, সংগে নিয়ে আসা ক্যাম্পফায়ার,
তারপর একদিন পৃথিবীটা জ্বলতে শুরু করে।

-মাছরাঙ্গা, http://machranga.blogspot.com/2008/03/blog-post_9164.html


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

কেন আমরা দেখে যাব শুধু ধ্বংসের দিক?
কেন আমরা দেখবনা সৃষ্টির সৌন্দর্যের দিক?
কেন আমরা ভাববনা দুতি মানুষ নিয়ে এসেছে ভালোবাসার ফুল?
কেন আমরা ভাববনা ওই ক্যাম্পফায়ারের আগুন দিয়েছে শীতের রাতে উষ্ণতা?
কেন আমরা ভাববনা প্রথমে দুটি মানুষ দিয়ে ভালোবাসার ফুল ফোটানো শুরু করেছে, যা পরে সবার মাঝে ছড়িয় গিয়েছে?

আজমীর

a_azmir_h@hotmail.com

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।