একলব্য

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১১/০৩/২০০৮ - ৪:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

( খেকশিয়াল )

কেউ করেনি খোঁজ তারপরে
বনের পথে শুকিয়ে ছিল রক্ত
হয়ত দেখেছিল পথ
উন্মাদ কোন নিষাদ কিশোর
হতবিহবল স্মিতমুখ দেখে শিউরে উঠেছিল বা কেউ
হাতের রক্তে হয়ত জন্মেছিল কোন নদী
জানি না , জানার চেষ্টা করিনি কখনো

সেদিন শব্দসন্ধানী তীর খুঁজেছিল সারমেয়মুখ
দুপেয়ে ভুলে চারপেয়েতে করেছিল তীরন্দাজী
কি ভুল ! কি ভুল !
মূঢ় স্বপ্নবাজ !
ইষ্ট পাথর আর বাস্তবে তফাত ঢের
বাস্তবে হাসে কিছু দ্রোন
যারা যুগে যুগে করে অঙ্গুলিভিক্ষা
বনের খেয়ে ঘরের মোষ-পূজায় ঘটে নির্মম পরিণতি
স্বপ্নশেষে কলা দেখায় কাটা বুড়ো আঙ্গুল ।


মন্তব্য

মাহবুব লীলেন এর ছবি

দেশ নাটকের নিত্যপুরাণ দেখেছেন?
মাসুম রেজা একলব্যকে নিয়ে এসেছেন পুরাণের আস্তাকূড় থেকে অন্য এক মাত্রায়

অতিথি লেখক এর ছবি

দেখিনি, দেখতে হবে তো!
- খেকশিয়াল

শেখ জলিল এর ছবি

বনের খেয়ে ঘরের মোষ-পূজায় ঘটে নির্মম পরিণতি
স্বপ্নশেষে কলা দেখায় কাটা বুড়ো আঙ্গুল ...খুব সুন্দর শব্দবাহার।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ জলিল ভাই

- খেকশিয়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।