মুজিব আমায় পড়তে শেখায়
স্বদেশটাকে গড়তে শেখায়
চড়তে শেখায় মুজিব আমায়
স্বাধীনতার যান-এ;
লড়তে শেখায়, মরতে শেখায়
মাতৃভূমির টানে ।
মুজিব আমায় চাইতে শেখায়
দুখের তরী বাইতে শেখায়
নাইতে শেখায় মুজিব আমায়
সাহস নদীর জলে;
গাইতে শেখায় বিপ্লবী গান
শেকল দু'পায় দলে ।
মুজিব আমায় বলতে শেখায়
শির উঁচিয়ে চলতে শেখায়
টলতে শেখায় মুজিব আমায়
সত্য - ন্যায়ের কাছে;
মুজিব ছাড়া বীর বাঙালি
বাঁচতে পারে? বাঁচে ..?
মন্তব্য
নতুন মন্তব্য করুন