কবি এবং নবীতে আদতে খুব একটা পার্থক্য নেই।
তবুও নবীকে - কবি বললে
নবীর আঁতে ঘা লাগতেই পারে;
নবীকে তো আর কবির মতো অলস হলে চলে না।
অন্যদিকে ভাবুন একবার:
কবিকে - নবী বললে
ব্যাটাদের অহংকার
মাতারীর দেমাগে রূপান্তরিত হয় কত দ্রুততায়।
তাই,
কবি এবং নবীতে আদতে খুব একটা পার্থক্য না থাকলেও
বাধ্য হয়ে এই দুই কল্পিত চরিত্রদের
কবি আর নবী নামেই ডাকতে হচ্ছে।
সমস্যাটা লুকিয়ে
দেবদূত আর ফেরেশতা নামকরনের ভেতরেও।
মজাটা হলো:
মানুষ হয়ে জন্মে মানুষের ভাষায় কথা বলার
বাধ্য বাধকতার যন্ত্রনাটা
কবি এবং নবী -
দুই কল্পিত চরিত্রের ঘাড়েই
সমানুপাতিক।
মন্তব্য
কবি আর নবীর মধ্যে বাংলা একটা অনুপ্রাস ছাড়া কি আদৌ কোনো মিল আছে?
মনে হয় না
দুই ব্যক্তি দুই ধারার এবং তাদের কাজও আলাদা
কবির কাজ সৃষ্টি করা আর নবীর কাজ ম্যানেজমেন্ট কিংবা অর্গানাইজেশন
মিলটা কোথায়?
একমত ।
আল্লাহর বানী প্রচার করে নবী
আর হূদয় খুঁড়ে বেদনা জাগায় কবি ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
কবি ও নবী নিয়ে কবিতা আরো পড়েছিলাম বোধ হয়! তবে আমিও মিল দেখি না কোনও...
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
অন্ত্যমিল ছাড়া আর কোনও মিল তো দেখি না!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
নতুন মন্তব্য করুন