শুভ জন্মদিন এককড়ি বাবু !

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ১৪/০৩/২০০৮ - ১:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

auto

জার্মান ভাষায় einstein কথাটা ভাঙ্গলে হয় ein stein, যার মানে করলে দাঁড়ায় 'একটি পাথর ', কড়ি পাথর নয়, তবে মিলিয়ে তাকে আমি এককড়ি বাবু বলে ডাকতে খুব পছন্দ করি । বাঙ্গালী মন তো !

শুভ জুন্মদিন এককড়ি বাবু, যা শুরু করে গিয়েছিলেন তাতে থমকে থেমে গিয়েছিল শতাব্দী, এবং চলতে পথ পেয়েছিল নতুন হাজার খানেক । আপনাকে নমস্কার ।

- খেকশিয়াল


মন্তব্য

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

শুভ জন্মদিন এককড়ি বাবু !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।