• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

যাত্রা হল শুরু!

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ১৫/০৩/২০০৮ - ৭:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমি সচলায়তনে নতুন যোগ দিয়েছি। এখনও অতিথি লেখক হিসেবেই আছি। এর আগে দু'একটা মন্তব্য করেছি বটে অন্যদের লেখা পড়ে, তবে এটাই আমার প্রথম লেখা বলা চলে।

সচলায়তনের খবর পেয়েছিলাম এক বন্ধুর কাছ থেকে। শাকিল। অস্ট্রেলিয়াতে মাস্টার্স করছে। হঠাত্ একদিন চ্যাট করার সময় একটা সাইট এর লিন্ক পাঠিয়ে, "এইখানে ফাহিম ব্লগ লেখে। ভালোই লিখছে। পইড়া দেইখো"। এভাবেই সচলায়তনে প্রথম প্রবেশ। হ্যাঁ, ফাহিম ও আমার বন্ধু, কানাডা তে আছে এখন। এরপর বেশ অনেকদিন এর একটা বিরতি। চাকুরী, এটা সেটা। চারপাশে অনেক কেই দেখি বিভিন্ন সাইটে টুকটাক লেখালেখি করে। ব্লগ জিনিস টার সাথে আমার আগে তেমন একটা সখ্যতা না থাকলেও হঠাত্ করেই ভেবে দেখলাম প্রতি রাতে মোবাইলে ব্লগ লেখার চাইতে একটা জলজ্যান্ত সাইটে লিখলে কেমন হয়! অনেক চিন্তাভাবনা করে কেন জানি সচলায়তন কেই পছন্দ হল। ব্যস, যেমন ভাবা, তেমন কাজ। রেজিস্ট্রেশন করে ফেললাম।

আরো একটা কারন আছে অবশ্য। জানি না এর সম্পৃক্ততা কতটুকু। আমি সাধারণত অনেক কিছুই চিন্তা করি, অন্যদের সাথে সেগুলো শেয়ার করা হয় না সচরাচর। যত টা কম শেয়ার করলে আমরা কাউকে চাপা স্বভাবের বলি, আমি মনে হয় তার চেয়েও একটু কম শেয়ার করি। কেন, কেউ জানতে চাইলে জবাব দিতে পারব না। কারন জবাব টা আমার নিজেরও জানা নেই। তবে পরিচিত মুখগুলোর বাইরে অনেক সময় অনেক কিছুই শেয়ার করা টা বেশ সহজ হয়ে যায়। এভাবে অন্য অনেক মানুষ কে জানা ও যায়। বেশ লাগে আমার এই জিনিস টা। তাই হয়ত অনেকটা এই কারনেও এখানে লিখতে শুরু করার এই প্রয়াস। চেষ্টা করব নিয়মিত লেখার।

প্রথম লেখাকে আর টেনে বড় করতে চাই না। নিজের সম্পর্কে ধীরে ধীরে তো লিখবই, সবাই জানতেও পারবেন আমার সম্পর্কে।

বাংলা সাইট আগে কখনো এভাবে ব্যবহার করিনি, তাই কিছুটা সময় লাগবে পুরো অভ্যস্ত হতে।

সবাই ভাল থাকবেন। শুভকামনা রইল।

"অতন্দ্র প্রহরী"


মন্তব্য

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

স্বাগতম রনি ... তোমার লেখার হাত তো দারূণ ...

রেগুলার লেখ :)
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

শেখ জলিল এর ছবি

স্বাগতম।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

রায়হান আবীর এর ছবি

স্বাগতম রনি ভাই...

---------------------------------
এসো খেলি নতুন এক খেলা
দু'দলের হেরে যাবার প্রতিযোগিতা...

অমিত আহমেদ এর ছবি

আমাদের আঙিনায় স্বাগতম।

অতিথি লেখক এর ছবি

আমার লেখার পরে যে এত আন্তরিক অভ্যর্থনা পাব, এতটা আশা করিনি। খুব ভাল লাগল। ধন্যবাদ সবাইকে। আশা করি নিয়মিতই যোগাযোগ থাকবে সবার সাথে।

ধন্যবাদ আবারো।

ধুসর গোধূলি এর ছবি

- "অতন্ত্র প্রহরী"
যাক, বিডিআর ভাইকে শুভেচ্ছা। সচলায়তনে এখন মারামারি লাগলে মনে হয় আইইউটি গ্রুপ জিতে যাবে। ক্যাওম্যাওট্যাওট্যাও সব দিকেই খালি তারা। তবে সব গুলাই বস পাব্লিক। একেকটার মাথায় এবং হাতে দুইজায়গাই পরিষ্কার।
ডেফিনিটলী, সচলায়তন ইজ প্রাউড টু হ্যাভ দেম। - এটা মজাকে পাশ কাটিয়ে বলা একটা সত্যিকথন!
_________________________________
<সযতনে বেখেয়াল>

স্বপ্নাহত এর ছবি

সচলায়তনে এখন মারামারি লাগলে মনে হয় আইইউটি গ্রুপ জিতে যাবে।

গুরু,
মনে হয় আবার কি?? সন্দেহ থাকলে হয়ে যাক এক রাউন্ড ;)

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

রায়হান আবীর এর ছবি

গোধূলি ভাই যে মাঝে মাঝে কি কন... (লইজ্জা লাগে)
---------------------------------
এসো খেলি নতুন এক খেলা
দু'দলের হেরে যাবার প্রতিযোগিতা...

শিক্ষানবিস এর ছবি

লইজ্জা যে আমারও একটু আকটু লাগতাছে না তা না।
কিন্তু জিহাদের সাথে একমত।
মারামারি লাগলে কিন্তু .।.।.।.।.।.

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

স্বাগতম।

নিচের কথা গুলোর মানে জানেন তো?
জাঝা
(বিপ্লব)

অতিথি লেখক এর ছবি

আবারো ধন্যবাদ। সবার আন্তরিকতায় আমি আসলেই মুগ্ধ।

"ধূসর গোধূলি" ভাই কে বলতে চাই, সচলায়তনে যোগ দিয়ে আমিও খুব ভাগ্যবান মনে করছি নিজেকে। এটাও আমার এক সরল সত্যকথন। :-)তবে এখানে ফাহিম (কিংকর্তব্যবিমূঢ়) ছাড়া আর কোন আই.ইউ.টি-য়ান কে চিনি না এখন পর্যন্ত। আশা করব, ধীরে ধীরে পরিচিতি বাড়বে।

আনোয়ার সাদাত শিমুল ভাই, "উত্তম/জাঝা/আপনাকে বিপ্লব" কথাগুলোর মানে আসলেই ধরতে পারছি না। সাহায্য চাই। :-)

স্বপ্নাহত এর ছবি

রনি ভাই,
এইগুলা কি কন??
আর কয়দিন পরে তো আই ইউ টি তে সচলায়তন এর শাখা অফিস খুলন লাগবো যে অবস্থা। :D

বর্তমান থার্ড ইয়ার মানে ০৫ ব্যাচ থেকে আছি আমরা চার জন-
আমি(স্বপ্নাহত),রায়হান আবীর,পরিবর্তনশীল এবং শিক্ষানবিস।

আর আপনাদের রাতুল ভাইও তো ইদানিং নিয়মিত লিখতেসে :)

ভালৈয়াছেন তাইলে??

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

বিপ্লব রহমান এর ছবি

সচলে স্বাগতম @ অতন্ত্র প্রহরী, ওরফে রনি।
নিয়মিত লিখবেন প্লিজ।

আনোয়ার সাদাত শিমুল ভাই, "উত্তম//আপনাকে বিপ্লব" কথাগুলোর মানে আসলেই ধরতে পারছি না।

এই জন্য (বিপ্লব)


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অতিথি লেখক এর ছবি

ভাল লাগলো।

পরিবর্তনশীল এর ছবি

আনন্দে আমার চোখে জল আইসা পড়তেসে।
সচলায়তনে আইইউটিয়ানদের পদক্ষেপ আরো শব্দময় করার পথে আপনি নতুন সংযোজন।
আপনারে কী দিয়া রিসিভ করব বুঝতে পারতাসিনা।
একটা উষ্ণ লেখা লেখতে পারলে ভালো হইত।
কিন্তু আইইউটিতে মিড-টার্ম পরীক্ষা শুরু হয়ে গ্যাসে।
বুঝতেই তো পারতেসেন ক্যামনে জীবন যাপন করতেসি।
আরেকটা জিনিস বুঝতে পারতেসেন পরীক্ষার সময়েও সচলায়তনে বসে আছি- সুতরাং জিনিসটা মারাত্নক কিছু একটা হবে।

বুঝলেন রনি ভাই- সচলায়তন হইল একটা নেশা- মাইয়া মানুষ আর হেরোইনের চেয়েও বড় নেশা।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

স্বপ্নাহত এর ছবি

আনন্দে আমার চোখে জল আইসা পড়তেসে।

পরীক্ষা ভালৈ দিসিস তাইলে?? ;)
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

মাইয়া মানুষ আর হেরোইনের চেয়েও বড় নেশা

হেরোইনের কথা জানি না। তবে অন্য পয়েন্টে ঘোরতর প্রতিবাদ। :)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?

ধুসর গোধূলি এর ছবি

- আপনেরতো মিয়া কিছুতেই কিছু হয় না, আমি জানি মাইয়া মাইনষেরে সাইড লাইনের বাইরে রাইখাও খালি কমেন্ট মারোনের লাইগ্যা হইলে এইখানে ঢুকোন লাগে। এইটা নেশা নাতো কি?
_________________________________
<সযতনে বেখেয়াল>

স্বপ্নাহত এর ছবি

গুরু,সাইড লাইনে বসাইয়া রাইখ্যা খালি খালি কষ্ট দেওনের কি দরকার?? আমাগো মত ভলান্টিয়ার হেফাজতে রাইখ্যা গেলেই তো হয়...

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

ধুসর গোধূলি এর ছবি
সংসারে এক সন্ন্যাসী এর ছবি

@ ধুসর গোধূলি

আমি কি কইছি যে, সচলায়তন নেশা না? নেশা, কিন্তু নারীপ্রীতি নামের নেশার চেয়ে প্রবল কোনও অবস্থাতেই নয়। এইটা আমার ব্যক্তিগত মতামত। পারলে ঠ্যাকান :)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?

ধুসর গোধূলি এর ছবি

- খালি ঠেকামু? খাড়ান, অই আমার বদনাডা এদিকে ল দেহি রে!!!
_________________________________
<সযতনে বেখেয়াল>

শিক্ষানবিস এর ছবি

রনি ভাইকে স্বাগতম।
অনেক অনেক লেখা চাই।

অতিথি লেখক এর ছবি

পোলাপানের এমন উষ্ণ আন্তরিকতায় এখন তো আমার চোখেই জল আইসা পড়তেছে! তবে একটা কথা স্বীকার করতেই হয়, অনেকদিন পর ঘন্টার পর ঘন্টা ডুব মাইরা থাকার মত জটিল একটা সাইট পাইলাম। সচলায়তনের সবাইকেই তাই ধন্যবাদ জানাই সাইট টাকে এত প্রাঞ্জল করে তোলার জন্য। বিকাল বেলাতেই খবর পাইছিলাম শাকিলের কাছ থেকে যে, স্বপ্নাহত, রায়হান আবীর, পরিবর্তনশীল এবং শিক্ষানবিস আই.ইউ.টি-র পোলাপান। খুবই ভাল লাগছিল শুনে, এখন তো ভাল লাগার পরিমাণ আরো বাড়ছে! নিজেকে মনে হচ্ছে যেন চেনাজানা পুরান কোন দলে যোগ দিছি। ভালভাবে মিড দাও তোমরা, দেখা হবে নিয়মিত এখানে, আর নিয়মিত তোমাদের লেখা পড়ার অপেক্ষায় রইলাম।
সচলায়তনের সবাইকে আবারো ধন্যবাদ।

"অতন্দ্র প্রহরী"

ধুসর গোধূলি এর ছবি

- হৈ পুলাপান। এইহানে খুচরা প্যাচাল পারলে কৈলাম খবরাছে। সাইড টক চলবো না। যা কইবেন ইউনিভার্সেল। একচান্দু আরেকচান্দুর লগে হুচুরপুচুর করলে তক্তামাইর।

তয় বেশ ভালো একখান কাম হৈছে। দেশে গেলে আইইউটি তে যাওন লাগতোই এক ঘুরান। এইযাত্রা মনে হয় এক ঘুরানে কাম হইবো না! সব সচল মিইল্যা তাইলে তুরাগের পাড়! না কী কন! মালছামানা রেডি কইরা রাইখেন গুরুরা।
_________________________________
<সযতনে বেখেয়াল>

স্বপ্নাহত এর ছবি

আবার জিগায়। :D

তয় মিলা ভাবীরে মনে কইরা সংগে লইয়া আইসেন,
বুঝেনই তো... কুটুম বাড়ি খালি হাতে যাইতে নাই ;)

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।