দেশে কিছু হলে সকলের আগে
বিচলিত হন দাতারা,
দেখে মনে হয়, আর কেউ নয়
এদেশের বাবা-মা তারা !
সারা দিন-রাত আলোচনা চলে
"সমাধান" তাও আসেনা,
(কেন জানি ওরা এই দেশটাকে
খুব বেশী ভালোবাসে, না?)
একটু শান্তি ফিরিয়ে আনতে
কতো উদ্যোগ , আহা রে !
"দু'দলের দাবী গণতান্ত্রিক,
কেউ যেন তাই না হারে"
তাইতো আমরা হারি না
আমরা হারতে পারি? না....
রচনাকাল : ১৭ মার্চ ২০০৮
মন্তব্য
ভাল লাগেনাই
বেশ ভালোলাগার। ছড়ার ছন্দ, শব্দ, বক্তব্য আকৃষ্ট করে।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
মন্তব্যের জন্য দু'জনকেই ধন্যবাদ ।
তাইতো আমরা হারি না
আমরা হারতে পারি? না....
নতুন মন্তব্য করুন