উর্ধ্বগতির বাজার দরে
উঠছে সবার নাভিশ্বাস
আপনিতো বেশ ভালোই আছেন
করবেনই ক্যান তা বিশ্বাস!
আপনি থাকেন বাইরে-ঘরে
আর্মি-পুলিশ বেষ্টিত,
দেশ বিদেশে বক্তৃতা দ্যান
"আমার সোনার দেশটিতো... "
সবখানে সেই একই বুলি
"করাপশান এন্ড অনেস্টি.."
ভাত না দিলে এবার ক'লাম
উল্টে দেব গণেশটি !
রচনাকাল : ১৯ মার্চ ২০০৮
মন্তব্য
হুম
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
উল্টে দেবার দন্ডটি আজ কোথায় যেনো হাতছাড়া
বীর জনতার ভিরু বুকে স্বপ্নগুলো খাপছাড়া
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
এই জনতা বীর জনতা
ভাঙতে পারে র্নিজনতা
আসবে তাদের রুখতে কে ?
এই জনতাই "শকুন" তাড়ায়
বাংলাদেশের বুক থেকে !
aa_bd@yahoo.com
শকুন তাড়াও মিছিল করো হও আগুয়ান জোর পায়ে
বদ্ধ দুয়ার ভাঙ্গুক আজি বীর জনতার শো'র ঘায়ে
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
ঠিক আছে। সমকালীন ছড়া।
তবে এইটা ছন্দে হোঁচড় দিলো:
সুবিনয় মুস্তফী'র "জন্মদিন" শিরোনামের লেখাটা পড়েই আজকের ছড়াটা লিখতে বসা । তাড়াহুড়ো করে লেখা । মন্তব্যের জন্যে কৃতজ্ঞতা !
বাজার দরের উর্ধ্বগতি
উঠছে সবার নাভিশ্বাস-
আপনিতো বেশ ভালোই আছেন,
হবেই বা ক্যান তা বিশ্বাস!
এবার ঠিক আছে?
বাজারদরের উর্ধগতিতে আমারও নাভিশ্বাস উঠেছে। ছড়াটি পড়ে তাই বেশ খুশি হলাম।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
৪র্থ লাইনটি ছাড়া ফাটাফাটি।
"পাবলিকেই খায় বাঁশ" জাতীয় কিছু হলে মিলে?
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
এই লাইনে "ক্যান" শব্দটিকে "কেন (ক্যানো)" না পড়ে "ক্যান্" পড়লে কোনও ছন্দচ্যুতি ঘটছে না বলেই তো আমার মনে হচ্ছে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ভাল্লাগলো।
বহুদিন পরে এমন স্পিডি ছড়া পড়লাম
(শিমুল) মাত্রা ঝামেলা নেই এখানে সন্ন্যাসীর সূত্রমতোই ছড়াটা এগিয়েছে
কিন্তু কিন্তু কিন্তু মনে হচ্ছে এই ছড়াকারের লেখার সাথে আমি পরিচিত
তা নামটা কী জনাবের?
খুব কম ছড়াকারই এক শব্দের সাথে দুই শব্দের অন্তমিল আগাগোড়া টেনে নেয়ার মুন্সিয়ানা দেখাতে পারেন
আর খুব কম ছাড়াকারই আছেন যারা শব্দের সবগুলো স্বরধ্বনি মিলিয়ে অন্তমিল তৈরি করেন
দুর্দান্ত ছড়া
বিষয় এবং টেকনিকে
ছড়াকারের নামটা জানতে চাই
এই শক্তিমান ছড়াকারের আগের এক ছড়ায় তাঁর অন্ত্যমিল বিষয়ে আমি আমার মুগ্ধতা প্রকাশ করেছিলাম।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
নতুন মন্তব্য করুন