তোমাকে আর মনে পড়ে না

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ২০/০৩/২০০৮ - ৩:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তোমাকে আর মনে পড়ে না

সব কিছুই পুনরাবৃত্তি যেন। একি ভুল, একি কথা, একি জীবন, একি কাজ, একি প্রেম, শহর, দালান কোঠা। কবে যেন একটা গান শুনেছিলাম “চেনা দুঃখ, চেনা সুখ, চেনা চেনা হাসি মুখ”। এ শহরে হাসি মুখ দেখার সুযোগ তেমন হয় না।সবাই শুধু দৌড়ে যাচ্ছে। কিন্তু যাচ্ছে যে কোথায় সে টা কেউ কি জানে? যেতে যেতে ই সব কিছু দ্রুত বদলে যাচ্ছে। অনেকটা ছায়াছবি এর মত।
আমি তাই ঠায় দাড়িয়ে থাকতে চাই। বিশাল পাহাড় এর মত। কিন্তু এই বুল্ডোজার এর যুগে তার উপায় হয় না।
তাই স্রোতের ধাক্কাতে আমিও কিছুটা এগিয়ে যাই, ঘুরে তাকাই, পিছন টা আর সামনে টা একি রকম লাগে। পুরানো আর নতুন এর মাঝে তেমন কোন ফারাক দেখি না। মানুষের মুখ গুলো কেবল বদলে যায়।কিন্তু চরিত্র গুলো একি থাকে যায়। মানুষটা হয়ে পড়ে বড্ড গৌণ। নির্দিষ্ট কাউকে মনে পড়ে না।
মনে পড়ে না কত পথ হেটেছি দুজন এক সাথে, ঝাল মুড়ি খাওয়া, ওর্থহীন কথা, যখন তখন মিসকল আর এসএমএস, ভোর চারটায় বলা “তোমায় ভালোবাসি”, ক্লাস পালিয়ে টি.স.সি এর আড্ডা।
মনে পড়ে কিছু মজা, অল্প কিছু কষ্ট, আর অনেক খানি ভালোবাসা।

oporecheta@gmail.com


মন্তব্য

স্বপ্নাহত এর ছবি

অনেক খানি ভালোবাসা মনে পড়লে কিছুখানি ভালবাসার মানুষটিরও পিছু পিছু আসার কথা, তাইনা?

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

বিপ্লব রহমান এর ছবি

চেনা দুঃখ, চেনা সুখ
চেনা চেনা হাসিমুখ,
চেনা আলো,
চেনা অন্ধকার।...

অল্পকথায় খুব ভালো লিখেছেন তো!


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অতিথি লেখক এর ছবি

স্বপ্নাহত এর একটা ডায়লগ চুরি করে লিখে দিলামঃ

স্রষ্টা যাদের বুকে অনেক ভালবাসা দেন, কেন সেই ভালবাসাকে হারিয়েই তার প্রমাণ দিতে হয়?
আপনিও দেখি ঘর পোড়া গরু!!!
---------------
কুচ্ছিত হাঁসের ছানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।