কালের ছড়া - ০৫

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ২২/০৩/২০০৮ - ১০:২২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

খবর: বিনা বিচারে ছয় মাস জেল খাটার পর কার্টুনিস্ট আরিফুর রহমান বৃহস্পতিবার মুক্তি পেয়েছেন। (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
-------------------------------------------------------
যাকে নিয়ে আজ এতো আয়োজন
এতো ফুল লাল গালিচায়..
তিনি মানুষের ভালোবাসা চান
বাকীরা যেখানে তালি চায় ।

তিনি চান রোজ ইশকুলে যাক
সব শিশু , হাতে বই নিক
নির্ভীক দৃঢ় প্রত্যয় নিয়ে
লিখে যায় তার দৈনিক...

তার মতো তেজী, সাহসী লোকের
বড়ো প্রয়োজন মিডিয়ায় !
(অবস্থা যদি বেগতিক দেখে
বলে - "করে রাখি জিডি, আয়.." ।

বিপদ ঠেকাতে নতজানু হয়
কর্মচারীর "জব" যায়,
অনায়াসে তিনি নিজেকে সপেঁন
মৌলবাদীর কব্জায়।

স্বার্থ হাসিলে তার জুড়ি নেই
সব করে তিনি, যাই কন...)
তিনি জীবন্ত কিংবদন্তী
অনুকরণীয়.. "আইকন" !

রচনাকাল : ২১ মার্চ ২০০৮


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

as usual আপনার লেখা ছন্দগুলা খুবই সুন্দর হয়েছে।

অতিথি লেখক এর ছবি

চমৎকার হয়েছে।

আজমীর

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আমি যথারীতি মুগ্ধ। (তালিয়া)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতিথি লেখক এর ছবি

মন্তব্যের জন্য "যথারীতি" ধন্যবাদ ! হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।