"নিঃশব্দ কোলাহল"
নিঃশব্দের ছেঁড়া চাদরের পরতে পরতে জমাট স্তব্ধতা,
কুয়াশা আর বায়বীয় মেঘে ঢাকা আকাশ,
দিগন্ত ছুঁয়ে যাওয়া হতাশ দীর্ঘশ্বাস।
স্বপ্নডানায় উড়ে যায় অনন্ত সময়, হয়তোবা আসবে ফিরে,
নিলিমার শেষ প্রান্ত ছুঁয়ে।
অলস ক্লান্ত হৃদয়, নির্জনতায় মিলেমিশে একাকার
আমার আপন আধার।
সন্ধ্যাতারার মায়াবী আলোয় ভাসছে অলৌকিক চরাচর
আর ঘন্টা বাজছে দূরে,
সমস্ত লোকালয়, চেনা অচেনা কোলাহল থেকে দূরে।
অতন্দ্র প্রহরী
মন্তব্য
দারুন...।।
কালবেলা
নতুন মন্তব্য করুন