জেল থেকে চিঠি লেখে
প্রিয় দুই ভাগ্নে-ই
তোমার উপরে মামা
আমাদের রাগ নেই ।
সব্বাই যদিওবা
বলিতেছে বারবার-
" মামা - ভাগ্নের ছিল
একসাথে কারবার
বড় বড় বিজনেস
আর টাকা কড়ি আয়..
ভাগ্নেরা আজ কেন
একা ভাসে দরিয়ায় !"
ইদানিং "জেলকোডে"
হইতেছি নাজেহাল
কী আর বলিব মামা
একদম বাজে হাল !
সুযোগ পাইলে তুমি
দেখে যেও একবার
("নিরাপদ" মামাটাকে
খুব সখ, দেখবার !)
রচনাকাল: ২৬ মার্চ ২০০৮
মন্তব্য
যথারীতি চমত্কার।
প্রথম আলোয় মুহম্মদ জাফর ইকবালও এই প্রসঙ্গটি ছুঁয়ে গেছেন।
ভালো কথা, ছড়ার শেষ চরণে কমার প্রয়োজন ছিলো কি?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
"কমা"-টার প্রয়োজন
আসলেই ছিলনা
.."অতিথি লেখক" তাই
শুধরাতে দিলনা !
সন্ন্যাসীকে যথারীতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
দারুন।
নতুন মন্তব্য করুন