ভালবাসা এক বুনো জন্তু

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ২৮/০৩/২০০৮ - ৪:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভালবাসা এক বুনো জন্তু
ছোঁকছোঁকে নাকে সে খুঁজে তোমায়,
আর স্যাঁতস্যাঁতে যত জীর্ন হৃদয়
তাতে বাসা খুঁড়ে পেতে থাকে ওৎ,
চুম্বন মোম-মায়া আতিথেয়তায় ।
হিংস্র ঠোটের পিশাচ-শোষণে
সৃষ্টি করে সে পাজুরে-ক্ষত খাল
বয়ে যায় কোমল নির্যাসে
প্রথমে সুখ হয়ে
পরে কষ্টের চির আশ্বাসে

ভালবাসা এক বুনো শ্বাপদ
আঁচড়ে কামড়ে আমায়
জড়িয়ে ধরে সে সহস্র শক্ত হাতে
টেনে হিঁচড়ে নিয়ে চলে সে উন্মাদ
তার ঘোর ঘুটঘুটে প্রেমময়-গুহাতে
গোগ্রাসে গিলে সে আমায়
আর উগড়েও দেয় কোন একদিনের
বিরক্তিকর বিবমিষাতে ।

ভালবাসা
তোর মায়া চোখে ডুবুরী যারা
ঠাঁই পায় না কখনো, তবু
মানাতে চায় তোকে পোষ
ধরা দেয় শেষে তোরই দাঁতে-নখে,
করে এক নির্মম আপোস ।

জার্মান ব্যান্ড রামস্টাইনের ' আমোর ' গানটির ভাব অবলম্বনে

- খেকশিয়াল


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ভয়ংকর!!!

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ আনোয়ার সাদাত শিমুল । গানটা শুনলে আরো ভাল লাগবে ।

- খেকশিয়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।