মার্চের সার্চে

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ২৯/০৩/২০০৮ - ১:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

মুখে মুখে হাসি আর মনে মনে দ্বন্দ্ব,
টেনশন চাপা আর লাইফ নিরানন্দ,
প্রফিটের চিন্তা ও ডিফিটের দুঃখ,

সব প্রতিযোগিতার লক্ষ্যটা সূক্ষ্ন--
পয়সা বানাতে পারে কে যে বেশি কারচে...

স্বপ্ন কি তাই ছিল ছাব্বিশে মার্চে?

রাজাকার সাজা তার হয় নি বা যদিও,
হাতছাড়া হয়ে গেছে ক্ষমতার গদিও,
জাদুবলে ফিরে পেল পজিশন পোক্ত,

আমাদের কর্তারা দয়াবান লোক তো--
এরকমই জানা গেল জনমত সার্চে...

লক্ষ্য কি তাই ছিল ছাব্বিশে মার্চে?

আগুন লেগেছে যেন চালে-ডালে-তৈলে,
পেটে কিছু পড়া চাই পিঠে এত সইলে,
সব মিলে পড়ে গেছে এমনই যে দিন তা,

হাহাকার ভরা মনে জনতার চিন্তা--
ষাটের দশকে দেশ ভালো ছিল তারচে...

বিশ্বাস তাই ছিল ছাব্বিশে মার্চে?

মৃদুল আহমেদ


মন্তব্য

মাহবুব লীলেন এর ছবি

দুর্ধষ ছড়া
বিষয় এবং টেকনিক দুটোতেই

অন্যপ্রসঙ্গ:
আপনিই কি সেই aa yahoo ঠিকানা দিয়ে ছড়া লেখা অতিথি লেখক?

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ, লীলেন ভাই।

অন্যপ্রসঙ্গ : না, আমি আগে কোনো ছড়া পাঠাই নি সচলায়তনে। ঐ ঠিকানা দিয়ে তো নয়ই।

মুশফিকা মুমু এর ছবি

বাববাহ ! হাসি খুব ভালো

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অতিথি লেখক এর ছবি

মৃদুল আহমেদ,
লীলেন ভাইয়ের মত করেই বলছি - "দুর্ধষ ছড়া"
আর দাবী থাকল সচলে নিয়মিত ছড়া লেখার।
অভিনন্দন আপনাকে ..

মাহবুব লীলেন এর ছবি

আমি এই পাবলিকের কথা বলছিলাম
এই যে aa_bd yahoo

এই পাবলিক কয়েকদিন থেকেই দুর্দান্ত কতগুলো ছড়া লিখছে
কিন্তু কোনো নামটাম দেয় না
আজকে নাম দেখে ভাবলাম সে হয়তো দয়া করে তার নামটা দিয়েছে

যা হোক
আমাদের অন্তত দুজন দুর্ধর্ষ ছড়াকার আছেন এখানে
একজন মৃদুল
আর আরেকজন সেই নামহীন অতিথি

অতিথি লেখক এর ছবি

ছড়া লেখা ভালোবাসি, তবু বহু বর্ষ
লিখি নাই, তাই লীলেনের 'দুর্ধর্ষ'
উপমাতে চমকিত, কিছুটা বিমর্ষ...
নাড়া দিল মুমুদির কলমের স্পর্শ!
পারে বা না পারে...
মৃদুলকে বল, যেন লেখা সে না ছাড়ে!

মৃদুল আহমেদ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অসাধারণ !

তারেক এর ছবি

ছড়া দূর্দান্ত হইছে!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

স্বপ্নাহত এর ছবি

ছড়াটা আমার মন বড় বেশি কাড়ছে
যদিও পড়েছি ফার্স্ট উনত্রিশে মার্চে।

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

অতীব চমত্কার!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।