১.
শিশুদের নিয়ে ভাবতে ভাবতে
কাটে আপনার রাতদিন
সপ্তাহে পুরো সাতদিন;
ওদের জন্য কী কী করা যায়
মীনা, রাজু নাকি "মিকি" করা যায়
ওসব বিলাসী চিন্তা না করে
দরকারী কাজে হাত দিন,
অনাহারী ওই শিশুদের মুখে
দু'বেলা দু'মুঠো ভাত দিন !
২.
"শিশুরা জাতির ফিউচার"-
ভাষণে বলেছি, এখন বাবাজী
জামা ধরে মিউ মিউ ছাড়।
আরে গর্দভ, উজবুক
চশমা লাগিয়ে ফুটপাত থেকে
পৃথিবীর যত খূঁজ বুক
কোথাও পাবি না শিশুরা জাতির
আগামী বা "ফিউচার" না,
জামাটা কিনেছি সপ্তা' হয়নি
একেবারে "নিউ", ছাড়না !
["ছোটদের কাগজ"- এ প্রকাশিত]
মন্তব্য
অপূর্ব! খুব ভাল্লাগছে।
..আজকাল মাত্রাবৃত্তে ছড়াকারদের পরীক্ষানিরীক্ষা বেশ আঁটসাঁট।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
ভাল্লাগছে
বস পুরা সেইরকম।
পঞ্চতারকা দিয়া আমি ফুটলাম...
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL
---------------------------------
বাঁইচ্যা আছি
ভালোলেগেছে।
k.kalbela@gmail.com
বলুন দেখি, কী মন্তব্য লিখতে চেয়েছিলাম?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ।
সন্ন্যাসী মন্তব্যে লিখতে চেয়েছিলেন - "অনেক হইছে.. এবার আল্লা'র ওয়াস্তে "অফ" যান..!"
ঠিক বলছি ?
অফ যাইতে তো কমুই!
আগে সচলায়তনে ছড়ার ফাঁকা ফিল্ডে ছড়া ছাড়ছি ডাঁটে। আর এখন আপনিসহ আরও দু'একজন দুর্ধর্ষ ছড়াকারের ছড়ার দাপটে আমার রীতিমতো ডর করে লেখা দিতে
আমি তো রীতিমতো ভক্ত বনে গেছি আপনার। লেখা বন্ধ করলে খবর আছে!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
বাংলাদেশে ছড়ার সবচে বড়ো অনুপ্রেরণা ছিল এরশাদ কাকা
এরশাদ কাকার আমলেই ছড়াগুলো যেমন ধারালো হয়ে উঠে তেমনি হয়ে উঠে জনপ্রিয়
এরশাদ কাকা নামার পরে গণতান্ত্রিক হাওয়ায় ছড়াকাররা আবার পুতুপুতু কিংবা ঘ্যানঘ্যান মার্কা হয়ে যায়
কিন্তু গত কয়েকদিন ধরে সচলাযতনে অনেকগুলো ছড়া দেখে মনে হচ্ছে ছড়ার দিন আবার ফিরল
ছড়াগুলো আবারও দুর্ধর্ষ হয়ে উঠছে
কিন্তু আমি বুঝি না এইসব বেক্কল ছড়াকারগুলো নিজের নাম দেয় না কেন লেখার সাথে?
এরকম জিনিস গায়েবানা ছেড়ে দেয়া ঠিক না
আমিও তাই কই...নাম না দিলে কিন্তু আমার পরবর্তী পোষ্টে কমু কালের ছড়া আমার লেখা
~রেনেট
লীলেন ভাইকে তাঁর দুর্ধর্ষ মন্তব্যের জন্য বিপ্লব !
-"বেক্কল ছড়াকার"
এই বেক্কল
আপনি নিচের লিংকটা পড়ে একটু কমেন্ট দেবেন তো?
আমার কিছু বেক্কল বুদ্ধি দরকার
http://www.sachalayatan.com/leelen/13717
"লেখা বন্ধ করলে খবর আছে!" - সন্ন্যাসীর এমন মন্তব্যে এই "বেক্কল ছড়াকার" ইকটু ভয় পাইয়াছে !
সন্ন্যাসীকেই বলিতেছি - অনেকদিন ধরিয়া সচলে আপনার লেখা ছড়া অনুপস্থিত । কোন অজুহাতেই কাজ হইবেনা। অচিরেই আপনার ছড়া সচলে দৃশ্যমান না হইলে কড়া ব্যবস্থা নেওয়া হইবেক !!
aa_bd@yahoo.com
নতুন মন্তব্য করুন