• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

একটুর জন্য

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ৩১/০৩/২০০৮ - ৬:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

বনের ভিতর ঘুমাইছিলাম, হঠাৎ দেখি জাইগা রে--
মাথার কাছে অপেক্ষমান মস্ত বড় টাইগারে!
টাইন্যা আমার কানটারে সে চিল্লায়া কয়--জাগস না!
হইছে সকাল, উইঠ্যা এবার একটু কামে লাগস না!
হলুদ-জিরা-পিঁয়াজ-আদা-রসুন-মরিচ বাইট্যা দে,
আলুর লগে ধইন্যা পাতা আইন্যা দিছি, কাইট্যা দে!
সকাল সকাল রাইন্ধা তরে দাওয়াত দিমু কুটুমরে,
তাত্তারি কর, একটু পরেই অগোর বাড়ি ছুটুম রে!
বাজার যামু, রানতে পোলাও চিকন আতপ চাল লাগে,
পোলাও দিয়া আদমভুনা সবচে বেশি ভাল্লাগে!
বাঘের কথা শুইন্যা আমার টেম্পারেচার উইঠ্যা যায়,
হাত-পাগুলা পারলে যেন যে যার মতো ছুইট্যা যায়!
বাঘের পায়ে কাইন্দা পড়ি--বাজান, আমায় ছাইড়া দ্যান--
ছাড়ার আগে টাইন্যা কানে চান্দিটারে নাইড়া দ্যান!
আসুম আমি ফিইরা আবার কসম খায়া কইতাছি,
লোক না থাকায় নিজের জামিন নিজেই আমি হইতাছি!
বাঘটা হাসে মিটমিটায়া, এতই সহজ পার পাওয়া?
ছাইড়া দিলে তোমায় যাবে হাতের কাছে আর পাওয়া?
খুচরা আলাপ বাদ দিয়া দে, আসল কাজে লাইগা যা,
রাইন্ধা তরে খাইয়া ফালাই, পারলে তখন ভাইগা যা--
বাঘের কথা শুইন্যা আমি হাপুসহুপুস কানতাছি,
অমরলোকে যাবার আগে পবিত্রভাব আনতাছি!
ঠিক তখনই নিজের ঘরে হঠাৎ গেলাম জাইগা রে,
ঘুমটা ভাঙ্গায় বাঁইচা গেলাম একটুখানির লাইগা রে!

মৃদুল আহমেদ


মন্তব্য

স্নিগ্ধা এর ছবি

আজকেই অনেক কাজ সারতে হবে বলে মেজাজটা খিঁচড়ে যাচ্ছিল - কিন্তু আপনার আদমভুনার রেসিপি আর বাঘের ম্যানেজমেন্ট ক্যাপাসিটি দেখে মনটাই ভালো হয়ে গেল :)

সচলায়তনে তো দেখি ছড়াকারদের জয় জয়কার -
আহা বেশ বেশ !

মুশফিকা মুমু এর ছবি

হাহাহা ... বেশ মজার লিখেছেন। খুব ভালো লাগলো :)

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অতিথি লেখক এর ছবি

ছড়া যদি শুভ হয় স্নিগ্ধার জন্য--
তবে তো সে ছড়াটাই হয়ে গেছে ধন্য!
ছড়াকারদের নিয়ে খামাখাই জয়কার--
পাঠকই যে মূল হিরো, এতে সংশয় কার?

মৃদুল আহমেদ

অতিথি লেখক এর ছবি

চমত্-কার ছড়া !
অভিনন্দন মৃদুল আহমেদ
ছড়া লেখা অব্যাহত থাকুক ..

-জনৈক "বেক্কল ছড়াকার"

স্বপ্নাহত এর ছবি

সন্ধ্যা ঘুমের শেষে যখন উঠছি মোটে জাইগারে
সচল বনে আইস্যা দেখি মস্ত বড় টাইগারে
হালুম কইয়া ডর দেখাইসে আমগো মৃদুল মামুরে
হাসতে হাসতে যাই গড়াইয়া যখন সে কয় খামুরে
ভাগ্য ভাল ঘুমাইসিলেন,বাঘ মামা নয় আইতো কি
এই ছড়াটাও এমুন মজায় পাঠক সমাজ খাইতো কি?
দীর্ঘায়ু হোক হালুম মামার অনেক দিনের লাইগারে
আদম ভুনার নিউ রেসিপি নিত্যি যেন ঠাঁই গাড়ে
ছড়ায় ছড়ায় ভইরা ফালান সচল নামের জায়গাটা
বইসা তখন দেখেন মজা,আপনেরে আর পায় ক্যাঠা?

মিস করিনাই এই ছড়াটা একটু খানির লাইগারে
আপাতত পাঁচ তারকা দিয়াই আমি যাইগারে।

---------------------------------

বাঁইচ্যা আছি

অতিথি লেখক এর ছবি

মজা পেলাম।
eru

------------------------------------------
সুগন্ধ বিলোতে আপত্তি নেই আমার
বস্তুত সুগন্ধ মাত্রই ছড়াতে ভালবাসে।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

দুর্দান্ত! কী সহজিয়া ভাষা! কী দারুণ ছন্দজ্ঞান!
আমি মোহিত। বলা চলে, সম্মোহিত।

সচলায়তনে ছড়া সংকলন বের করার সময় ঘনিয়ে আসছে, মনে হচ্ছে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?

মাশীদ এর ছবি

দুর্দান্ত!
অতি খাসা!
ওরে হালুম!


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

অতীব আনন্দদায়ক !
এইরকম আরো কিছু ছাড়েন দেখি।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তারেক এর ছবি

(ম্যাঁও) - আমার বিলাই বলে কট্‌ঠিন হইছে মামুর রেসিপি।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অতিথি লেখক এর ছবি

আহা কি সুন্দর......।কবিতার ছন্দ জিনিসটা এত ভাল মিলান কেমনে?
-নিরিবিলি

রায়হান আবীর এর ছবি

দারুন!!!
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!

পরিবর্তনশীল এর ছবি

কঠিন!!!

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

শেখ জলিল এর ছবি

বেশ মজার তো!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

ঘোড়সওয়ার এর ছবি

ফাটাফাটি হইছে!!
অতীব সুস্বাদু !

মুহম্মদ জুবায়ের এর ছবি

দুর্দান্ত।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হা হা হা!
খুব মজার হয়েছে।
জাঝা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।