কালের ছড়া - ১০

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ০২/০৪/২০০৮ - ১০:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আপনি এখন দেশের মালিক
যা খুশি তাই করতে পারেন
যাকে খুশি ধরতে পারেন
জেল-এর ভেতর ভরতে পারেন
একটুখানি সামনে গিয়ে
আবার পিছু সরতে পারেন !

প্রতিবেশী দেশের সাথে
সম্পর্ক গড়তে পারেন
দামী ঘোড়ায় চড়তে পারেন
"জীবন" দিয়ে লড়তে পারেন
এই রোদ.. ঠিক পরক্ষণেই
বৃষ্টি হয়ে ঝরতে পারেন !

এত্তো কিছু করতে পারেন
আম-জনতার মনের "দেয়াল-
লিখন" গুলো পড়তে পারেন ?

রচনাকাল : ০২ এপ্রিল ২০০৮


মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি

দশটার মধ্যে দশমটা সর্বোত্তম!



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

অতিথি লেখক এর ছবি

খাসা। এত চমতকার ছড়া বহুদিন পরে পড়লাম।
~রেনেট

অতিথি লেখক এর ছবি

বেশি জোস !! অক্করে বেশি জোস !!

- খেকশিয়াল

স্বপ্নাহত এর ছবি

"বেক্কল" এক ছড়ার সাধক
ছড়ার জন্য মরতে পারেন
ছড়ায় বসত গড়তে পারেন
ছন্দের মিল ধরতে পারেন
একটু খানি সামনে গিয়ে
"কালের কথা" পড়তে পারেন।

শব্দ নিয়ে অনায়াসে
যা খুশি তাই করতে পারেন
ছন্দ দিয়ে লড়তে পারেন
পাঠকমনে চড়তে পারেন
চোখের পলক ফেলার আগেই
ছড়ার খাতা ভরতে পারেন।

এত্তো কিছু করতে পারেন
সচল হবেন শিগগিরি যে
এই কথাটা ধরতে পারেন?

---------------------------------

বাঁইচ্যা আছি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

শুধু প্যারোডি লিখলেই চলবে? নিজে কিছু লিখুন। লেখার হাত তো দারুণ আপনার!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্বপ্নাহত এর ছবি

আহেম... আমারে কিছু কইলেন মনে হয়?? ইয়ে, মানে...

আমি টুকলিফাই ছাড়া আর কিছু পারিনা। কি আর করার... অইটাই করতেসি।

---------------------------------

বাঁইচ্যা আছি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

পুরা আগ্গুন জিনিস!!!
জাঝা

রায়হান আবীর এর ছবি

চমেৎকার!!
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!

অতিথি লেখক এর ছবি

সুমন ভাই, রেনেট, খেকশিয়াল, স্বপ্নাহত, শিমুল, রায়হান আবীর-
.. সবাইকে ধন্যবাদ মন্তব্যের জন্য ।
"স্বপ্নাহত" কেন যে নিয়মিত ছড়া লেখেন না আমি বুঝিনা !

জনৈক "বেক্কল ছড়াকার"

অনিন্দিতা এর ছবি

জনৈক "বেক্কল ছড়াকার"ও স্বপ্নাহতের ছড়া দারুণ লাগল।

অতিথি লেখক এর ছবি

কত কথা বলে রে......।
কি সুন্দর ছড়াও লেখে রে......!!!

কালবেলা

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

দুর্ধর্ষ!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মাহবুব লীলেন এর ছবি

বহু বহুদিন ছড়া দূরে ম্যান্দা-মারা কবিতার কাদাতে ডুবেছিলাম
কিন্তু এই বেক্কল ছড়াকারের জন্য আবারও সেই শব্দ ও ছন্দের ঝরঝরে রোদের নিচে এসে দাঁড়ালাম

গ্রেট। বেক্কলের ছড়াগুলো সত্যিই গ্রেট
আরেকজন অতিথি ছড়া লিখেন নাম ছাড়া সেই বেক্কলটাও গ্রেট

একটি আকুল আবেদন:

বরাবর
মহামান্য মডাজ উদ্দিন আহমাদ/মডরুদ্দিন আহমেদ/মডা উ আহমেদ

এই বেক্কল এবং সেই বেক্কল ছড়াকারকে সদস্যপদ দেয়া হোক সচলায়তনে
সচলায়তন ভরে আছে স্যাঁতস্যাতে কবিতার কাদায়
এখন ছড়ার কড়কড়ে রোদ দরকার আমাদের মনটাকে ফুরফুরে করে নেবার জন্য

বিনীত
জনৈক কবিতাবাসী

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

পুরো সমর্থন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতিথি লেখক এর ছবি

শুধু প্যারোডি লিখলেই চলবে? নিজে কিছু লিখুন। লেখার হাত তো দারুণ আপনার!

.. একই কথা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য হইবেক সন্ন্যাসী !
"শুধু কমেন্ট করলে চলবে? নিজে ছড়া লিখুন। ছড়া লেখার হাত তো দারুণ আপনার!"

মন্তব্যের জন্য সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা !

জনৈক "বেক্কল ছড়াকার"

হাসান মোরশেদ এর ছবি

পাঁচ তারা ।

----------------------------------------
শমন,শেকল,ডানা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

শেখ জলিল এর ছবি

বেক্কল ছড়াকারকে সচল করা হোক।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।