হারামজাদার বাচ্চারা যেই..
ফর্মূলা দেয় কম খেতে
মোটা চালের ভাত না খেয়ে
সেদ্ধ আলু ,গম খেতে
ঠিক তখনই জ্বইলা ওঠে
আগুন, আমার চান্দিতে
ইচ্ছে করে ওই শালাদের
জিব-টা ধরে টান দিতে !
দেশটা যেন তাদের বাপের
যা খুশি ঠিক তা'ই বলে
আমরা সবাই নীরব শ্রোতা
"স্বাধীনতা" নাই বলে!
মুখ বুজে সব সহ্য করা..
অনেক হলো.. আর কত?
এবার দেখি প্রমাণ হবে
শক্তি-সাহস কার কত !
রচনাকাল : ০৪ এপ্রিল ২০০৮
মন্তব্য
সচলায়তনে আজ এতো অগ্নি বর্ষিত হচ্ছে কেনরে ভাই!!
ইস... এই অগ্নির একটু ছিটে ফোটা যদি ওদের গদিতে লাগতো তো আমরা বেঁচে যেতাম.........
কল্পনা আক্তার
কল্পনাআক্তার@হটমেইল.কম
...........................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
আপনার ছড়াগুলোর একেকটার ফ্লেভার একেকরকম।
এজন্যই আরো বেশি ভাল লাগে।
বরাবরের মতই "সেইরকম"
---------------------------------
বাঁইচ্যা আছি
লা-জবাব! (তালিয়া)
আপনার লেখা পড়লে অনুভব করা যায়, কী অনায়াসে লেখেন আপনি!
অণুগল্প সংকলন প্রকাশের পর ছড়া সংকলন প্রকাশ করা হোক সচলায়তন থেকে। বিষয় হতে পারে - রাজনৈতিক ছড়া।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
পাঁচতারা
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
একদিকে বিডিআর এর দোকানে মানুষের লম্বা লাইন.. আর অন্যদিকে শুয়োরের বাচ্চাদের মনগড়া বক্তব্য..
"দূর্ভিক্ষ" নয় "হিডেন হাঙ্গার" - প্রমাণে কুশীলবদের ব্যস্ততা .
দেশটা যেন মগের মুল্লুক..
..এর দ্রুত অবসান দরকার.. আসলেই দরকার !
মন্তব্যের জন্য ধন্যবাদ ।
জনৈক "বেক্কল ছড়াকার"
হা শক্তি। হা সাহস
মেনে নেয়া মানুষের দলে নাম লিখিয়ে নিয়েছি আমরা সবাই
স্পিরিটেড !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ভালো!
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
সচলায়তন কর্তৃপক্ষকে বলছি, অনেক তো হলো। এইবারকি এই ভীষণ আক্কেলযুক্ত "বেক্কল ছড়াকার"কে সচল করা যায় না?
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
নতুন মন্তব্য করুন