মাজরা পোকা কামড় দিল হাজরাবাবুর পাঁজরাতে,
ছিঁচকে চোরা ক্ষিপ্ত ভীষণ, হয় নি কোনো কাজ রাতে!
বাজরা ক্ষেতে ভুট্টা কেন, খোট্টা গেছে ছুট্টিতে--
হাতিরপুলে লাগল লড়াই চাঁটগেয়ে আর কুট্টিতে!
ভাল্লুকেরা কাল্লু মিয়ার মাল লুফেছে রাত্রিদিন,
ছেলের বাবা চেঁচিয়ে কাঁদে--একটা আমায় পাত্রী দিন!
দরদরিয়ে ঘাম ছুটেছে মাঘ মাসেও কার শীতে?
সিংহমামার খুড়শ্বাশুড়ি বক্তৃতা দেন ফারসিতে!
সক্রেটিসে গান ধরাতে তবলা বাজায় চামচিকা,
ঘামচি বলে বিষফোঁড়াকে--একটা আমার খামচি খা!
মকররাশি বকর বকর, সিংহরা চায় গরজাতে,
ঢুকতে গেলেই ধাক্কা লাগে নিজের বাড়ির দরজাতে!
সবগুলো এর সত্যি কথা, একটা কোনো গল্প নাই--
হলফ করে বলছি সবই সত্যি সত্যি কল্পনাই!
মৃদুল আহমেদ
মন্তব্য
বরাবরের মতই দূর্দান্ত এবং "সুকুমারীয়" ! :)
জনৈক "বেক্কল ছড়াকার"
আরে আশ্চর্য ব্যাপার তো !
বিস্তারিত দেখার আগেই আমি ধরতে পেরেছি এটা আপনারই লেখা।
দারুণ হয়েছে।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
পাঠ প্রতিক্রিয়া শুধু তূরীয় নয়, একেবারে সুকুমারীয় !
সত্যি, সত্যি, সত্যি - এক টিন সত্যি :)
দারুন! অতুলনীয়!
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
দারূণ তো, অনেকদিন পরে আবার সুকুমার রায়ের টাচ পাইলাম :D
[আমারে যখন কেউ জিগায় তোমার প্রিয় কবি কে, আমি নিরীহ গলায় বলি সুকুমার রায় ... কারণ সুকুমার ছাড়া আর কারো কবিতা আমি বুঝি না :( ]
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...
জট্টিল। চমৎকার।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
অসামান্য!
অপূর্ব!
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
অসাধারণ! (তালিয়া)
পড়তে পড়তে ভাবছিলাম "সুকুমারীয়" শব্দটি মন্তব্যে ব্যবহার করবো। দেখি, আমি একা নই মাস্তান :)
অবাক হয়ে ভাবি, মডরুদ্দিন আহমেদরা (কপিরাইট: মাহবুব লীলেন) এই ছড়াকারগুলোকে সচল করছে না কেন? :-?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
A clean house is a sign of a misspent life
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?
দারুন ছড়া, দারুন ছড়া
করছো তুমি কি?
এই দেখো না কত রঙের
কমেন্ট এনেছি!!
দারুন ছড়া, দারুন ছড়া
করছো তুমি কি?
এই দেখো না কত রঙের
কমেন্ট এনেছি!!
কালবেলা
কমেন্ট দিতে লেট হয়ে গেল।আপনার দুর্দান্ত ছড়াটা আগেই পড়েছি যদিও।
একেবারে ঝাক্কাস যারে বলে।সুকুমার রায় বেঁচে থাকলে আপনাকে টীচার এসিস্ট্যান্ট হিসেবে নিলেও নিতে পারতেন ;)
ভাল থাকবেন।আরো অনেক অনেক ছড়ার প্রত্যাশায়।
---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।
---------------------------------
বাঁইচ্যা আছি
ভালো হয়েছে, ছন্দগুলো মজার ছিল .... পাঁচ তারা দিলাম :D
কল্পনা আক্তার
কল্পনাআক্তার@হটমেই্ল.কম
...............................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
লেখলা কিরে মৃদুল দাদা নাড়াইয়া দিলা মাথার পোক
সত্য কথার তত্ত্ব গিলা খাই খাবি খাই তুইল্লা ঢোক
ভেচকি মাইরা উল্টাইয়া যাই কেচকি খাইয়া দুই ঠ্যাঙ্গে
ফাল দিয়া শুই উপতা হইয়া বগল বাজাই সে সঙ্গে
:D
- খেকশিয়াল
নতুন মন্তব্য করুন