অলৌকিক হাসানের 'ভালোবাসাবাসি' কবিতাটা দেখে আমারও লিখতে ইচ্ছে করল। তবে আমারটা ভালোবাসানাবাসা।
।।১।।
একটি ছেলে ভালোবাসে,
ভালোবেসে
ব্যাকুল।
একটি মেয়ে খুব কেঁদেছে,
ছড়িয়ে দিয়ে
চুল।
।।২।।
যে ছেলেটি ভালোবাসে,
ছোট তাহার
কুল ।
সেই মেয়েটি খুব ভেবেছে,
করবে না সে
ভুল ।
--------কালবেলা
------------------
[=red]হাঁটু জোড়া যে খিল ধরে গেল, কবে সচল হব? []
মন্তব্য
হায়রে অবুঝ বালক! কেবলি ভুল পথে যায়!!
---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।
---------------------------------
বাঁইচ্যা আছি
আগুন-পতংগ্.........
আগুন-পতংগ্
কালবেলা
আহারে !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
সুলেখিকা সুঃ পাঃ শিমুল,
এর থেকে এই কবিতার বড় প্রাপ্তি আর কি হতে পারে?
যাকে পাঠ করে কেউ 'আহারে' বলেছে?
ধন্যবাদান্তে,
কালবেলা
ভাল্লাগাছে...
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
কিরে তোর ভালোলাগা হঠাৎ গাছে উঠলো ক্যান??
---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।
---------------------------------
বাঁইচ্যা আছি
ভালো লেগে গাছে উঠে গেলা? নামো মিয়া!! পুরান অভ্যাস গেল না।
------
কালবেলা
সেই মেয়েটি খুব ভেবেছে,
করবে না সে
ভুল ।
এখানেও
নিরাপত্তা ও নিশ্চয়তার ভাবনা
....................................
বনের বেঞ্চিতে ওম শান্তি!
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
ঠিক ধরেছেন.........।
কালবেলা
কালবেলা,
লিখে যান নিয়মিত ।
জ্ব, শিমুল ভাই......আত্নায় পানি পেলাম আপনার কথায়।
অনেক অনেক ধন্যবাদ।
কালবেলা
সচলে কালবেলার লেখা নিয়মিত চাই।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
কবি জলিল এর কাছ থেকে এরকম একটা মন্তব্য পেয়ে আমি আহলাদিত। সম্মানিত। ধন্যবাদ জলিল ভাই।
কালবেলা
নতুন মন্তব্য করুন