১.
ওরা সুখী দম্পতি
বউটা বেশি, কম পতি !
২.
ছেলেতে মেয়েতে গলাগলি ভাব
চলছে তাদের "এফেয়ার"
একটা ইস্যুতে গোলমাল বাঁধে
দু'জনের মাঝে কে "ফেয়ার" !
৩.
ভালোবেসে সব হারিয়ে
লোকটা এখন আস্তাকুড়ে..
খালি হাতে রাস্তা খূঁড়ে !
৪.
চলছে আদমশুমারী
তালিকায় দেখি তোমার নামের
পাশে "টিক' দেয়া "কুমারী" !
৫.
তোমার বুকে বিদ্ধ যখন
প্রতারণার বুলেট,
কী আর করা, নতুন করে
ঝুলিয়ে দাও "টু-লেট" !
জনৈক "বেক্কল ছড়াকার"
মন্তব্য
ছড়া দেখে যায় চেনা!!
প্রথমেই বুঝতে পারসিলাম কোন "বেক্কল" হইতে পারে!!
ভাল্লাগছে...
---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।
---------------------------------
বাঁইচ্যা আছি
ইহাকেই বলে স্বপ্নাহত,
রতনে রতন চেনে !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আহেম... এইটা খোঁচা নাকি প্রশংসা?? :-S
---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।
---------------------------------
বাঁইচ্যা আছি
বুইঝা লন।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আমি নিজেই বুঝলে আপনেরে আর জিগাই ক্যান??
আফনে দেহি আমার চেয়েও কম বুঝেন (খিকজ)
---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।
---------------------------------
বাঁইচ্যা আছি
ignorance is bliss...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
হে হে। তাড়াতাড়ি নার্সারীতে ভর্তি হয়া যান :D
---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।
---------------------------------
বাঁইচ্যা আছি
এইবার বেক্কলের পতন শুরু হইল
রাজপথ ছাড়িয় বেক্কল পিরিতির গলি-ঘুপচি খোঁজে
মুগ্ধ হয়েই চলেছি...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কী যে করি! আবার ফোন করেছিল মাদাম ত্যুসোর মিউজিয়াম থেকে... :)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?
কি দারুণ! কি দারুণ!
নিদারুণ! নিদারুণ!
আপনাকে ৫টা বিপ্লব!
ধন্যবাদ !
নতুন মন্তব্য করুন