১।পতন
সজনে ডাটায় ঝুলে ছিলাম এতদিন
-ফল হয়ে
টুপ করে ঝরে যাব একদিন
ভুলেও ভাবিনি কোনদিন।
২।যে শহরের তরুণীরা মানুষ ভেবে শবের দিকে হাত বাড়ায়
হাস্নাহেনার গন্ধ বুকে নিয়ে যারা ঘোরে এলোমেলো
এ শহরের তরুনীরা তাদের অপাক্তেয় ভাবে
শীতের সকালে ঘাসে জমানো শিশিরের ন্যায়
যাদের মধ্যে বাসা বাধেঁ ভালবাসা
এ শহরের তরুনীরা তাদের কর্পূর ভেবে দেয় উড়িয়ে
যে তরুনেরা শঙ্খের কোমল জলে খুঁজতে চেয়েছিল হৃদয়ের প্রতিচ্ছায়া
এ শহরের তরুনীরা তাদের বুক ভরে দিয়েছে বুড়িগঙ্গার কদর্য জল।
এ শহরের তরুনীরা শহরের বিষাক্ত বায়ুর মতই বিষাক্তময়
নিঃশ্বাসে হাঙ্গর ক্ষুধা,হাতে তরুন ভাঙ্গা সড়কি
আঙ্গুর সফেদা ভেবে অজান্তে ঝোঁকে মাকাল ফলে।
eru
-------------------------------------------------
সুগন্ধ বিলোতে আপত্তি নেই আমার
বস্তুত সুগন্ধ মাত্রই ছড়াতে ভালবাসে।
মন্তব্য
অসম্ভব ভালো লেগেছে।
আঙ্গুর সফেদা ভেবে অজান্তে ঝোঁকে মাকাল ফলে
............
কালবেলা
এই যে আপনি আমার প্রতিটি লেখা মন দিয়ে পড়েন।মন্তব্য করেন।ভাল লাগে।অনেক ভাল লাগে কালবেলা।ধন্যবাদ।অনেক ধন্যবাদ।ভাল থাকবেন।
eru
-------------------------------------------------
সুগন্ধ বিলোতে আপত্তি নেই আমার
বস্তুত সুগন্ধ মাত্রই ছড়াতে ভালবাসে।
"যে তরুনেরা শঙ্খের কোমল জলে খুঁজতে চেয়েছিল হৃদয়ের প্রতিচ্ছায়া
এ শহরের তরুনীরা তাদের বুক ভরে দিয়েছে বুড়িগঙ্গার কদর্য জল।"
অদ্ভুত সুন্দর! অতুলনীয়!
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
সেই পুরোনো গল্প মনে আসলে-
যদি তুমি আমার ঘরে আসো তুমি রাজরানী- আর যদি অন্য কারো সাথে ভেগে যাও তবে
প্রত্যাখ্যাত প্রেমিকেরা প্রেমিকার দুর্নাম করে- মনে করে কেউ তাদের যোগ্যতা বুঝলো না।
-------------------------------------------------------
বাংলায় হাগি, মুতি, বাঁচি
------------------------------------
আমি তো গণে নেই বিচ্ছিন্ন একা
সঙ্ঘে সমুহে নেই সঙ্ঘমিতা।
তা যা বলেছেন ।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
ভাল্লাগছে...
---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।
---------------------------------
বাঁইচ্যা আছি
রাসেল ভাইয়ের মন্তব্যে জাঝা ।
কবিকে (বিপ্লব)
ভাল লাগলো.।।...।
-নিরিবিলি
কালবেলা
আহা! আহা! আহাহা!
নতুন মন্তব্য করুন