কালের ছড়া - ১৩

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ০৮/০৪/২০০৮ - ১১:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

[উত্সর্গ:মাহবুব লীলেন, যাঁর জন্য আবার "কালের ছড়া" লেখা ..
কৃতজ্ঞতা : সচলায়তনের সকল লেখক-পাঠক, যাঁদের কাছে আমার ঋণ ক্রমশ বেড়েই চলেছে.. ]

ব্লাডি সিভিলিয়ানগুলোর
কান্ড কী আর ভাল্লাগে..
এত্তো বলি আলু খেতে
তবু তাদের চাল লাগে !

ক'দিন পরে বোরো এলে
তখন না হয় বেশ খাবে..
কিন্তু তাদের - "এক্ষুনি চাই"
পারলে পুরো দেশ খাবে

এমনি মুখে দেশকে নিয়ে
হাজার রকম বন্দনা
("এসব বলার কারণটা কী?"
"আবার কোন দ্বন্ধ..?") না !

দেশের কেমন পরিস্থিতি
বুঝতে হবে আপনাকে..
ওদের শুধু খাওয়ার নেশা
গরম ভাতের ভাঁপ নাকে!

ব্লাডিগুলোর জন্যে এলো
এক এগারো দেশটাতে..
..আমরা আছি জীবন দিয়ে
উত্তরণের চেষ্টাতে !

০৮ এপ্রিল ২০০৮


মন্তব্য

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍যাক, জনতার প্রতিবাদ আর মাহবুব লীলেনের "বংশে" কাজ হয়েছে। আপনাকে অভিনন্দন।

ছড়ার জন্য জাঝা

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কী যে করি! আবার ফোন করেছিল মাদাম ত্যুসোর মিউজিয়াম থেকে... হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মাহবুব লীলেন এর ছবি

আগামী বইমেলায় তাহলে কালের ছড়া বইটা বের হচেছ
গুড

অতিথি লেখক এর ছবি

মন্তব্যের জন্য কৃতজ্ঞতা...
সচলায়তনের লেখক-পাঠকদের কাছে আমার ঋণ আসলেই বেড়ে চলেছে দিন দিন
অন্তত এই ঋণ শোধের প্রচেষ্টা হিসেবে চলুক "কালের ছড়া" ..
ছড়ার জয় হোক
ছড়া-প্রেমীদের জয় হোক
জয় হোক সচলায়তনের

জনৈক "বেক্কল ছড়াকার"

সৌরভ এর ছবি

দারুণ।
পুরা গুল্লি।


আবার লিখবো হয়তো কোন দিন

আহমেদুর রশীদ এর ছবি

এমনি কি আর ফাল পারি
কোথায় পাবো ছড়া লেখার
এমন তাজা কারবারী।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

অছ্যুৎ বলাই এর ছবি

আজ মজার মজার ছড়া পড়লাম। স্বপ্নাহতের ক্লাসরুম গুল্লি, এরপর হিমুর শিঙালো ছন্দ, তারপর আপনার কালের ছড়া-১৩।

দারুণ হয়েছে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

স্বপ্নাহত এর ছবি

ছড়াটা কালকেই পড়ছি।কিন্তু নানা হাবি জাবি তে কমেন্ট দিবার কথা ভুলে গেসিলাম।

কি আর কইতাম।নিজের আঙুলের প্রতি যত্ন নিয়েন।ছড়া লেখায় যেন বিঘ্ন না ঘটে...

---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।

---------------------------------

বাঁইচ্যা আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।