দেহ দিলে দেহ পাওয়া যায়
দেহে তার তবু নাই গতি
দেহে তার যত যাওয়া আসা
তত মিছে রতি ও আরতি।
দেহেতে দাগের পরে দাগ
দেহে তার নিপুন গণিত
দেহে যত গলি উপগলি
মুদ্রায় সোনালী-রূপালী।
দেহ নদে বাও দেহতরী,
দেহেতে আছেন দেহধারী,
দেহে যত দেহের হদিস,
দেহের মোকামে তত বিষ।
দেহে বাজে দূর একতারা,
দেহতার বাঁধা টান টান;
যত টান নাভীর গভীরে
দেহে তত বাড়ে পিছুটান।
দেহ মেলে রতির বেসাতি,
দেহে মেলে গহীন আরতি,
দেহ মোর যত যাদুকর
চোখে তার তত লাগে ঘোর।
অথচ দেহের ঘরে বাসা
বাঁধে এসে বড় বোলচাল;
সকলেই সবটা কি বোঝে?
বুঝলেই বাধে গোলমাল।
----------------------
বরকত উল্লাহ মারুফ
মন্তব্য
এইটাতে সুর দ্যান
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
আমারও একই কথা
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
নতুন মন্তব্য করুন